Sunita Williams News: মাস্কের মহাকাশ যানে চেপে পৃথিবীতে ফিরছেন সুনীতারা, শুরু অপেক্ষার প্রহর গোনা

Published : Mar 15, 2025, 02:14 PM IST
NASA astronauts Sunita Williams and Barry Wilmore on board the ISS. (Photo credit/@Space_Station)

সংক্ষিপ্ত

সূত্রের খবর, সুনীতা ও ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের এই 'স্পেস এক্স'। সেইমত শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে 'crew-10' নামের মহাকাশ যান। 

নয়াদিল্লি: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মহাকাশ থেকে ঘরে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। জানা গিয়েছে, তাঁদের পৃথিবীতে ফেরাতে এবার মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে Elon Musk-এর Space-X।

সূত্রের খবর, সুনীতা ও ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের এই 'স্পেস এক্স'। সেইমত শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে 'crew-10' নামের মহাকাশ যান। Elon Musk-এর Space-X এর crew-10 মহাকাশ যানটি একা একা মহাশূন্যে পাড়ি দেয়নি। তার সঙ্গে রয়েছেন চারজন মহাকাশচারীও। এটি মহাকাশের আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছে crew-19 এর অভিযানে যুক্ত মহাকাশচারীদের কাজের দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন। আর সেই crew-9 মহাকাশচারীদের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতারা।

আরও জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই এই মহাকাশ যানটির রওনা দেওয়ার কথা ছিলো মহাকাশে। কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রওনা দেওয়ার দিন পিছিয়ে যায়। অবশেষে শনিবার সকালেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে মহাকাশ যানটি। Space-X এর crew-10 মহাকাশ যানটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র বাণিজ্যিক প্রকল্পের একটি অংশ। এটি আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছে দেবে চার মহাকাশচারীকে। তাঁদের মধ্যে রয়েছেন- নাসার অ্যান ম্যাক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের JAXA-র তাকুয়া ওনিশি। রাশিয়ার ROSCOSMOS-এর কিরিল পেসকভ।

জানা গিয়েছে, এই চারজনকে নামিয়ে সুনীতা, ব্যারি, নিক হেগ ও ROSCOSMOS-এর আলেকজান্ডার গরববুনভকে পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনবে এই crew-10। আরও জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে crew-9 অভিযানে যারা মহাকাশে গিয়েছিলেন, নিক, আলেকজান্ডার এবং Boeing Starliner-এর মহাকাশ যানে করে মহাকাশে পৌঁছনো সুনীতা, ব্যারি আগামী ১৯ মার্চ অর্থাৎ বুধবার পৃথিবীতে ফিরতে পারেন। তাঁদের নামানো হতে পারে আমেরিকার (America) ফ্লোরিডা উপকূলে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে আট দিনের জন্য মহাকাশ অভিযানে রওনা দিয়েছিলেন সুনীতা-ব্যারি। কিন্তু প্রথম থেকেই তাঁদের অভিযানের শুরুতেই একের পর এক বিপত্তি ঘটতে থাকে। আন্তর্জাতিক স্পেস সেন্টারে এটি নামলে থেমে থাকেনি বিপদ। যান্ত্রিক ত্রুটির কারণে বারবার পিছিয়ে যায় তাঁদের এই অভিযান। তাই ত্রুটিযুক্ত এই মহাকাশ যানে করে সুনীতা আর ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনার ঝুঁকি নেয়নি নাসা। যারফলে এই মহাকাশ যানটি পৃথিবীতে ফিরলেও মহাকাশে গিয়ে সেখানেই আটকে পড়েন সুনীতারা। অবশেষে হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ মার্চ পৃথিবীর মাটিতে এসে পৌঁছবেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর(Barry Butch Wilmore)।

PREV
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?