Sunita Williams: পৃথিবীতে ফিরে কোন জিনিসটাকে মিস করবেন সুনীতা উইলিয়ামস? জানালেন নিজেই

Published : Mar 18, 2025, 12:42 AM IST
Sunita Williams Photo

সংক্ষিপ্ত

প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে আগামী ১৯ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে পারেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর।

Sunita Williams: মোট ৮ দিনের জন্য মহাকাশ স্টেশনে গেছিলেন এই দুই নভশ্চর। তবে প্রযুক্তিগত কিছু ত্রুটির থাকার কারণে ৯ মাস সেখানে থাকতে হয়েছে তাদের। কিন্তু এবার পৃথিবীতে ফিরে এসে ঠিক কীসের অভাববোধ করবেন ভারতীয় বংশোদ্ভুত সুনীতা, তা মহাকাশ স্টেশনে বসে নিজের মুখেই জানিয়েছিলেন একান্ত সাক্ষাৎকারে (Sunita Williams)। তিনি বলেন, “সবকিছুই মিস্ করব।”

উল্লেখ্য, মহাকাশ স্টেশনে বসেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুনীতা। সেখানে তিনি মহাকাশে বসবাস নিয়ে নিজের চিন্তাভাবনার কথা সবাইকে জানান। আর তা বলতে গিয়েই জানান যে, পৃথিবীতে ফিরে গেলে কীসের অভাববোধ করবেন তিনি। মহাকাশের সব কিছুরই অভাব অনুভব করবেন বলে জানান সুনীতা। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, সুনীতা সেই সাক্ষাৎকারে বলেছেন, এই নিয়ে তৃতীয়বার তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন (Sunita Williams News)।

তবে কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সেই মহাকাশ স্টেশনের, তা একেবারে নিজের চোখে দেখেছেন। সুনীতা আরও যোগ করেন, মহাকাশে দীর্ঘদিন থাকার জেরে তিনি এবং উইলমোর বিশেষ একটি দৃষ্টিভঙ্গিও পেয়েছেন। বলা চলে, সমস্যার সমাধানে নতুন একটি পথ পেয়েছেন। আর সেই দৃষ্টিভঙ্গি তিনি তাঁর পরবর্তী জীবনেও ধরে রাখতে চান বলে জানিয়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর মতে, “আমি এই অনুপ্রেরণা এবং দৃষ্টিভঙ্গির স্ফুলিঙ্গ কখনোই হারাতে চাই না। যখন আমি এখন থেকে চলে যাব, তখনও এটা রেখে দিতেই হবে আমার মনে।”

ইতিমধ্যেই রবিবার, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেছেন ক্রিউ-১০-এর চারজন মহাকাশচারী। নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার। বিকেল ৫টা ৫৭ মিনিটে তারা নামতে পারেন। ভারতীয় সময় বুধবার ভোর ৩.৩০ মিনিট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?