জয়শঙ্করের সফরেই আগেই বাইডেনের প্রশাসনের ফোন মহম্মদ ইউনুসকে, সতর্ক করা হল বাংলাদেশকে

Published : Dec 24, 2024, 01:17 PM IST
india - bangladesh flag

সংক্ষিপ্ত

মঙ্গলবার , আজই ৬ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের দিন, সোমবারই মহম্মদ ইউনুসকে ফোন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আবারও সতর্ক করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এবার সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে ফোন করে মানবাধিকার রক্ষার পাঠ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কের মার্কিন সফরের আগেই এই ঘটনা ঘটেছে । ওয়াকিবহাল মহলের ধারনা মার্কিন ভারতের বিদেশমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মঙ্গলবার , আজই ৬ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের দিন, সোমবারই মহম্মদ ইউনুসকে ফোন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। সূত্রের খবর তাদের দুজনের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা নিয়ে কথা হয়েছে। যদিও দুই প্রশাসনই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তবে কী কী কথা হয়েছে তা স্পষ্ট করেনি আমেরিকা। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মুখ খুলছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। বাংলাদেশে মানবাধিকার কুন্ন হচ্ছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। হিন্দু ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।

গত সর্তাহে আমেরিকার বিদেশ দফতরের সহকারী প্রধান বেদান্ত প্যাটেল বাংলাদেশের প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেছেন নূন্যতম মানবিধিকার ও মানুষের মর্যাদাকে রক্ষা করা উচিৎ। হাসিনা পরবর্তী বাংলাদেশের হিংসা নিয়ে ডিসেম্বেরই মার্কিন বিদেশ দফতর ৬ বার মন্তব্য করতে বাধ্য হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে আমেরিকায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার অবস্থান জানাতেও চাপ দিচ্ছে বিশ্বের একাধিক দেশ। তবে তার আগেই এস জয়শঙ্করের মার্কিন সফরের আগে মার্কিন প্রশাসনের তরফ থেকে বাংলাদেশের প্রধানকে ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে অনেকে।

PREV
click me!

Recommended Stories

অভিভাসন ইস্যুতে বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্স, ভ্যান্সের স্ত্রী-সন্তানকে ভারতে পাঠাবে আমেরিকা?
এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের