বেশ কয়েকটি সাপ নিয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে এক বালিকা । ইনস্টাগ্রামে 'স্নেক মাস্টার এক্সোটিক্স' নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় এই ভিডিও ।
বেশ কয়েকটি সাপ নিয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে এক বালিকা । ইনস্টাগ্রামে 'স্নেক মাস্টার এক্সোটিক্স' নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় এই ভিডিও । ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, 'এই বালিকার নাম আরিয়ানা। সে সাপুড়েতে পরিণত হয়েছে। ও সরিসৃপ বন্ধুদের সঙ্গে একই বিছানায় ঘুমোচ্ছে। সবার আমন্ত্রণ রইল। যে কেউ ইচ্ছা করলেই এসে সাপগুলির সঙ্গে সময় কাটাতে পারেন।