Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও জারি হল সুনামির সতর্কতা

Published : Sep 19, 2025, 07:35 AM IST
Russia Earthquake

সংক্ষিপ্ত

ফের কেঁপে উঠল রাশিয়া। আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তথ্য অনুসারে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলে ৭.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে। এই শক্তিশালী কম্পনের পর প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ফের কেঁপে উঠল রাশিয়া। আবারও ভূমিকম্প রাশিয়ার কামচাটকা উপদ্বীপে। আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তথ্য অনুসারে, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৮। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ভূমিকম্প অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিমি গভীরে। ভূমিকম্পনের পর আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর আবারও সুনামির সতর্কতা জারি করেছে। জানিয়েছে, সুনামি হলে প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে, আপাতত ভূমিকম্পের জেরে আহত বা মৃতের কোনও খবর নেই।

প্রশান্ত মহাসাগরের প্লেট ও আমেরিকান প্লেটের মিলনস্থলে অবস্থির রাশিয়ায় হয়েছিল এই কম্পন। এই অঞ্চলে আছে আগ্নেয়গিরি। এর আগে ১৩ সেপ্টেম্বরও কেঁপে উঠেছিল এই কামচাটকা অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। সে সময় কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। সেবারও জারি হয়েছিল সুনামির সতর্কতা। এই ঘটনার কদিনের মধ্যে ফের কম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার ফের গভীর রাতে ভূমিকম্প হয় রাশিয়ার কামচাটকা উপদ্বীপে। আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তথ্য অনুসারে, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৮।

প্রসঙ্গত, গত জুলাই মাসে কামচটকার এই অঞ্চলে হয়েছিল ভয়াভয় কম্পন। তা অনুভূত হয়েছিল জাপান, আমেরিকা-সহ অন্যান্য দেশে। সে সময় রাশিয়ার উপকূলবর্তী এলাকায় ১৩ ফুট উঁচু সুনামির ঢেউ দেখা গিয়েছিল। পরে সেই ঢেউ আছড়ে পরে জাপানের হোক্কাইডো এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। সে সময় এই সুনামির কারণে খালি করে দেওয়া হয়েছিল জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। এই ভূমিকম্পের জেরে মার্কিন প্রেসিডেন্টকেও সোশ্যাল মিডিয়ায় সতর্ক বার্তা দিতে দেখা গিয়েছিল। তিনি লিখেছিলেন, ভূমিকম্পের কারণে হাওয়াই, আলাস্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। এর মাঝে ফের কম্পন অনুভূত হয় বৃহস্পতিবার। চলতি মাসে পর পর দুবার ভূমিকম্প হয়। ১৩ সেপ্টেম্বর হয়েছিল কম্পন। এবার ফের বৃহস্পতিবার মধ্যরাতে কেঁপে উঠল রাশিয়া। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে