বিমানের ইঞ্জিন গিলে নিল আস্ত মানুষ, মর্মান্তিক দুর্ঘটনায় শিউরে উঠল আমেরিকা

বিমানবন্দরে পার্ক করা বিমানের সামনে যেতেই এক কর্মীকে গিলে নিল ইঞ্জিন। ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল তাঁর।

 

স্থান আমেরিকার অ্যালাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্ট। ঘড়িতে তখন বিকেল তিনটে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিজস্ব ছন্দে চলছিল এই ব্যস্ত এয়ারপোর্টে বিমানের ওঠানামা। এইসময় হঠাৎ এয়ারপোর্টে নামে ডালাস থেকে আসা একটি বিমান। বিমানটি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে পায়েডমন্ট এয়ারলাইন্সের এক কর্মী গিয়েছিলেন বিমানের সামনে। ব্যাস তাতেই ঘটে বিপত্তি।বিমানটির সামনে গিয়ে তিনি বুঝতে পারেন যে বিমানের ইঞ্জিনটি তখনও চালু আছে।চালু ইঞ্জিনের সামনে যেতেই ইঞ্জিনের টানে ঢুকে গেলেন তিনি ইঞ্জিনের মধ্যে। মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে গেলো তার দেহ। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হয়ে হলো ওই বিমানবন্দরে কর্মরত প্রায় কয়েক হাজার কর্মী।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি (এনটিএসবি) বোর্ড সূত্রে এই খবর প্রকাশ্যে আসতেই শোকবিহ্বল হয়ে পড়েন সবাই। বিমানসংস্থা সূত্রে ঘটনাটি নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টা পরই ওই সংস্থা থেকে অফিসিয়ালি জারি করা শোকবার্তা। বিমানবন্দরের এগজ়িকিউটিভ ডিরেক্টর ওয়েড ডেভিস বলেন, “এই দুঃসময়ে ওই কর্মীর পরিবারের পাশে রয়েছি আমরা। সমস্ত রকম সহযোগিতা করা হবে ওই কর্মীর পরিবারকে।” কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এনসিএসবি এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

Latest Videos

এই ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও মুম্বাই বিমানবন্দরে ঘটেছিলো এমন ঘটনা। ২০১৫ সালে পার্কিং বে-তে দাঁড়িয়েছিল এআই ৬১৯ নামক যাত্রিবাহী বিমানটি। হায়দ্রাবাদ যাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করার সময় হঠাৎই ইঞ্জিনের টানে ইঞ্জিনের মধ্যে ঢুকে যায় ইন্ডিগোর এক গ্রাউন্ড স্টাফ। এযেন ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News