বিমানের ইঞ্জিন গিলে নিল আস্ত মানুষ, মর্মান্তিক দুর্ঘটনায় শিউরে উঠল আমেরিকা

Published : Jan 04, 2023, 12:04 AM IST
landing plane accident, plane accident, airport plane accident, plane accident latest news, east midlands airport accident, uk plane accident, germany leipzig accident

সংক্ষিপ্ত

বিমানবন্দরে পার্ক করা বিমানের সামনে যেতেই এক কর্মীকে গিলে নিল ইঞ্জিন। ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল তাঁর। 

স্থান আমেরিকার অ্যালাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্ট। ঘড়িতে তখন বিকেল তিনটে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিজস্ব ছন্দে চলছিল এই ব্যস্ত এয়ারপোর্টে বিমানের ওঠানামা। এইসময় হঠাৎ এয়ারপোর্টে নামে ডালাস থেকে আসা একটি বিমান। বিমানটি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে পায়েডমন্ট এয়ারলাইন্সের এক কর্মী গিয়েছিলেন বিমানের সামনে। ব্যাস তাতেই ঘটে বিপত্তি।বিমানটির সামনে গিয়ে তিনি বুঝতে পারেন যে বিমানের ইঞ্জিনটি তখনও চালু আছে।চালু ইঞ্জিনের সামনে যেতেই ইঞ্জিনের টানে ঢুকে গেলেন তিনি ইঞ্জিনের মধ্যে। মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে গেলো তার দেহ। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হয়ে হলো ওই বিমানবন্দরে কর্মরত প্রায় কয়েক হাজার কর্মী।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি (এনটিএসবি) বোর্ড সূত্রে এই খবর প্রকাশ্যে আসতেই শোকবিহ্বল হয়ে পড়েন সবাই। বিমানসংস্থা সূত্রে ঘটনাটি নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টা পরই ওই সংস্থা থেকে অফিসিয়ালি জারি করা শোকবার্তা। বিমানবন্দরের এগজ়িকিউটিভ ডিরেক্টর ওয়েড ডেভিস বলেন, “এই দুঃসময়ে ওই কর্মীর পরিবারের পাশে রয়েছি আমরা। সমস্ত রকম সহযোগিতা করা হবে ওই কর্মীর পরিবারকে।” কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এনসিএসবি এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

এই ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও মুম্বাই বিমানবন্দরে ঘটেছিলো এমন ঘটনা। ২০১৫ সালে পার্কিং বে-তে দাঁড়িয়েছিল এআই ৬১৯ নামক যাত্রিবাহী বিমানটি। হায়দ্রাবাদ যাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করার সময় হঠাৎই ইঞ্জিনের টানে ইঞ্জিনের মধ্যে ঢুকে যায় ইন্ডিগোর এক গ্রাউন্ড স্টাফ। এযেন ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করবেন, ব্যবস্থা 'শাহি' ভোজের
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে