সৌদি থেকে জার্মানিতে গিয়ে গাড়ি হামলা! মূল অভিযুক্ত সম্পর্কে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ি হামলায় ধৃত ব্যক্তি সম্পর্কে রইল পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য।

 

জার্মানির ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহতের সংখ্যা ৬০। এই ঘটনায় জার্মান পুলিশ গ্রেফতার করেছে একজনকে। সোশ্যাল মিডিয়ায় ধৃত ব্যক্তি গর্বের সঙ্গে গাড়ি হামলার কথা স্বীকার করেছেন বলেও রিপোর্টে প্রকাশ পেয়েছে। ধৃত ব্যক্তি সম্পর্ক রইল গুরুত্বপূর্ণ ৫টি তথ্য।

১। মূল অভিযুক্ত সৌদি আরবের বসিন্দা। বয়স ৫০। তিনি বর্তমানে জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি - আনহাল্টের ব বাসিন্দা। বর্তমানে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করেছেন বলেও রিপোর্টে প্রকাশ পেয়েছে।

Latest Videos

২। মূল অভিযুক্তএকজন নাস্তিক। জার্মানিতে ধর্মীয় অত্যাচারের সম্মুখীন হয়েছে বলে রিপোর্ট রয়েছে। সোশ্যাল মিডিয়া অনুযায়ী ধৃতের নাম তালিব আল-আব্দুলমোহসেন।

৩। এলাকায় তাঁর পরিচিতি একজন ডাক্তার হিসেবে। ২০০৬ সাল থেকেই জার্মানিতে ডাক্তারি করছেন। যদিও সন্ত্রাসবাদ, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো থেকে মেয়েদের ইউরোপীয় ইউনিয়নে পাচারের অভিযোগে সৌদি আরব তাকে খুঁজছে। যদিও জার্মান প্রশাসন হস্তান্তর করতে অস্বীকার করেছে।

৪। ২০১৯ সালের FAZ সাক্ষাৎকারে সৌদির ব্যক্তি নিজেকে ইসলামের সবথেকে বড় সমালোচক হিসেবে দাবি করেছেন। সেখানেই তিনি নিজেকে একজন মনোরোগ বিশেষজ্ঞ ও ডাক্তার হিসেবে পরিচিয় দিয়েছেন।

৫। জার্মান পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি একাই গোটা হামলার পরিকল্পনা করেছেন। নিজেই একাই সেটিকে বাস্তবায়িত করেছেন। এখনও পর্যন্ত সংশ্লিষ্টের সঙ্গে কোনও উগ্রপন্থী বা ধর্মীয় সংগঠনের কোনও যোগ পাওয়া য়ায়নি। রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালে জার্মানির শরণার্থি হিসেবে তাঁকে স্বীকৃতি দিয়েছিল স্থানীয় প্রশাসন।

এদিন গাড়ি হামলার পরই জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্স-এ পোস্ট করেছেন, "আমার সমবেদনা নিহত এবং তাদের পরিবারের সঙ্গে। আমরা তাদের সঙ্গে এবং ম্যাগডেবার্গের মানুষের সঙ্গে আছি। এই উদ্বেগজনক সময়ে নিবেদিতপ্রাণ উদ্ধারকারীদের আমার ধন্যবাদ।" সৌদি আরবের বিদেশ মন্ত্রণালয় ঘটনার নিন্দা করে "জার্মান জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি একাত্মতা" প্রকাশ করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury