কনকনে ঠাণ্ডায় বরফের চাপে যদি হেলে পড়ে পাহাড়ি গাছ, তাহলে তাকে আবার দাঁড় করানোর জন্য একটু ঝেড়ে দেন প্রশাসনিক কর্মীরা।
'ডিসেম্বরের শহরে' পিছু ফেরা যদি আমার সিলেবাসে না-ও থাকে, তবু পিছন দিকে উঠে দাঁড়ানো পাইন গাছদের প্রকৃতি হতেই পারে। কনকনে ঠাণ্ডায় বরফের চাপে যদি হেলে পড়ে পাহাড়ি গাছ, তাহলে তাকে আবার দাঁড় করানোর জন্য একটু ঝেড়ে দেন প্রশাসনিক কর্মীরা। বরফাবৃত হাইরোডের ধারে দেখা গেল সুন্দর দৃশ্য।