'আমরা হামাসকে ভালোবাসি, ইজরায়েল আমাদের পায়ের নিচে', আমরা এখানেই মরবো পালিয়ে যাবো না।' মন্তব্য এক রামাল্লার বাসিন্দার। ইজরায়েলের পর প্যালেস্টাইনে পৌঁছে গেছে এশিয়ানেট নিউজ। প্যালেস্টাইনের অন্যতম শহর রামাল্লায় এশিয়ানেট নিউজ।
'আমরা হামাসকে ভালোবাসি, ইজরায়েল আমাদের পায়ের নিচে', আমরা এখানেই মরবো পালিয়ে যাবো না।' মন্তব্য এক রামাল্লার বাসিন্দার। ইজরায়েলের পর প্যালেস্টাইনে পৌঁছে গেছে এশিয়ানেট নিউজ। প্যালেস্টাইনের অন্যতম শহর রামাল্লায় এশিয়ানেট নিউজ। রামাল্লার অধিকাংশ বাসিন্দা হামাস জঙ্গিগোষ্ঠীকেই সমর্থন করছেন।