
Brazil Hot Balloon Accident: প্লেন বিপর্যয়ের আতঙ্ক এখনও অব্যাহত। আর তারই মাঝে ঘটে গেল হট এয়ার বেলুনে দুর্ঘটনা। জানা গিয়েছে, বেলুনটিতে ২২ জন যাত্রী ছিলেন। সারাজীবন মনে রাখার মত এক অভিজ্ঞতার সাক্ষী থাকতে হট এয়ার বেলুনে চেপে ছিলেন ওরা। বেলুনে চড়ে আকাশে ভাসার এমন অ্যাডভেঞ্চারের সুযোগ জীবনে কমই আসে।
সূত্রের খবর শনিবার দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনায় দুর্ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোরে ২২ জন যাত্রীকে নিয়ে বেলুনটি উড়েছিল। বেলুনটি থেকে খসে পড়ে কমপক্ষে ৮জন পর্যটকের অগ্নিদগ্ধ দেহ, এমনটা জানিয়েছেন স্থানীয়রা। কয়েকজন বেলুনটির ওপর আগুন থেকে রক্ষা পেতে থেকে জীবন্ত অবস্থাতেও মরণঝাঁপ দেন বলে খবর। জোরকদমে চলছে উদ্ধারের কাজ। মরসুমের এই সময়টা ছবির চেয়েও সুন্দর স্যান্টা ক্যাটারিনায় গোটা বিশ্ব থেকে পর্যটকরা ভিড় জমান।
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই এয়ার বেলুন দুর্ঘটনার ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হট এয়ার বেলুনটি মাঝ আকাশে ফেটে আগুন ধরে গেল। আগুন ধরার পর সেটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। এয়ার বেলুনটির জ্বালানির ট্যাঙ্কে ভালভে ত্রুটি থেকেই এই বিপর্যয় বলে জানা গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি (Asianet News Bangla)।
উল্লেখ্য, বিস্ফোরণের পরেই এয়ার বেলুনটি থেকে মাটিতে খসে পড়তে থাকে একের পর দেহ। বেলুনটি বিস্ফোরণের পর আগুন ধরে গিয়ে একেবারে চুপসে যায়। কী করে হট এয়ার বেলুনটি দুর্ঘটনার মুখে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। হট এয়ার বেলুন যেভাবে কাজ করে গরম হাওয়া হালকা হওয়ায় এটি ঠান্ডা বাতাসের তুলনায় ওপরে উঠে যায়, ফলে বেলুনটি উপরের দিকে ভেসে ওঠে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।