
কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে উল্টে পড়ে। মিনিয়াপোলিস থেকে টরন্টোগামী ডেল্টা এয়ারলাইন্সের মিটসুবিশি CRJ-900LR বিমানটিতে চারজন কর্মীসহ ৮০ জন যাত্রী ছিলেন।
গতকাল বিকেল ২:১৫ মিনিটে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ১৭ জন যাত্রী আহত হন। সৌভাগ্যক্রমে কেউ মারা যাননি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা ফ্লিন্ট বলেন, ''ডেল্টা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় কোন প্রাণহানি হয়নি। সামান্য আঘাত পেয়েছেন কয়েকজন। এই দুর্ঘটনার কারণে কানাডার ব্যস্ততম বিমানবন্দরের কার্যক্রম আড়াই ঘণ্টারও বেশি সময় ব্যাহত হয়।''
টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের জেট বিমানটি উল্টে যাওয়ার পর এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিমান থেকে আতঙ্কিত যাত্রীদের বেরিয়ে আসার দৃশ্যও ধরা পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় প্রবল তুষারপাত এবং ঝড়ো হাওয়া বইছিল। এর ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।