Adani Hafia Ports: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে ছাই হাফিয়া বন্দর, কত কোটি টাকা লোকসানের মুখে আদানি গোষ্ঠী?

Published : Jun 16, 2025, 11:15 AM IST

Iran Attack Adani Port: গত কয়েক মাস ধরে অব্যাহত যুদ্ধ। বারবার শান্তিরক্ষার বার্তা দেওয়া হলেও কিছুতেই সংঘর্ষ যেন থামছে না মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে এবার পুড়ল আদানিদের বন্দর। কীভাবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। 

PREV
18
আদানিদের বন্দরে হামলা

গত কয়েক দিন ধরে নতুন করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। ইরান-ইজরায়েল। সংঘাত বনাম পাল্টা সংঘাতে এবার দু-পক্ষের হামলায় পুড়ল আদানি গ্রুপের বন্দর। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর মিলেছে। 

28
অব্যাহত যুদ্ধ

শনিবার রাত থেকেই দফায় দফায় হামলায় ফের হঠাৎ করে লাল হয়ে ওঠে ইজরায়েলের আকাশ। বিগত ৬১৮ দিন ধরে মধ্যপ্রাচ্যের নানা দেশের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে এই ইহুদি ভূম। কখনও তাদের নিশানায় গাজা তকো কখনও লেবানন। আর এবার ইরান। 

38
বিধ্বস্ত জনজীবন

সূত্রের খবর, রবিবার ভোরের দিকে ইরানের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। সূত্রের খবর, যুদ্ধের আবহ এতটাই তীব্র যে এবার পারমাণবিক হামলার কথা ভাবছে তারা। আর এই পরিস্থিতিতে দুই দেশের টানাপোড়েনে ব্যাহত জনজীবন। 

48
ইরানের পাল্টা হামলা

এদিকে ইজরায়েলের আগে শনিবার পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলের একাধিক শহরের আয়রন ডোমকে প্রতিহত করেছে ইরান। গুঁড়িয়ে দেওয়া হয়েছে তেল আভিভের ইজরায়েলি সেনার সদর দফতরও। এই সময়কালেই সেখানকার হাফিয়া শহর, যা বন্দর শহর বলেও পরিচিত। 

58
হাফিয়া বন্দরে হামলা

জানা গিয়েছে ইজরায়েলের হাফিয়া বন্দর সেখানেও হামলা চালিয়েছে ইরান। সেই সময় এই হাফিয়ায় হামলা নিয়ে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। সরকারি সূত্রে দাবি করা হয়, পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

68
গুঁড়িয়ে গেল হাফিয়া বন্দর

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ফুটেজ থেকে দেখা গিয়েছে যে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হাফিয়া বন্দরের ছাদ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। রানি ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে ছেদ করে গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলের অন্যতম হাফিয়া বন্দরকে।

78
হাফিয়া বন্দরে পরপর হামলার অভিযোগ

রবিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার ইজরায়েলের হাফিয়া বন্দরে পরপর হামলা চালায় ইরান। এই বন্দরের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে আদনি গ্রুপের। যারফলে ব্যাপক ক্ষতির মুখে আদানিদের এই বন্দর। 

88
বন্দরে হামলা নিয়ে মুখে কুলুপ আদানি গ্রুপের

জানা গিয়েছে, হাফিয়া বন্দরের ৭০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে আদানি পোর্ট অর্থাৎ গৌতম আদানিদের কাছে। ২০২৩ সালে ইজরায়েলের গ্যাডোট গোষ্ঠীর সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই বন্দরটি কিনেছিল গৌতম আদানির সংস্থা। যার তৎকালীন সময়ে দাম পড়েছিল প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার। আর শনিবার এই বন্দরে হামলা করেছে ইরান। যা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান কিংবা ইরান। 

Read more Photos on
click me!

Recommended Stories