Breaking News: পার্লামেন্টের সামনেই ভয়াবহ বিস্ফোরণ! তুরস্কে ভয়াবহ গোলাগুলিতে জখম পুলিশ আধিকারিকরা

Published : Oct 01, 2023, 02:00 PM ISTUpdated : Oct 01, 2023, 02:01 PM IST
Turkish Capital

সংক্ষিপ্ত

স্থানীয় সময়ে রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ২ জন পুলিশ কর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী আলী ইয়ারলিকায়া।

বিকট শব্দে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। রবিবার সংসদ ও মন্ত্রী ভবনের কাছে ভয়াবহ বিস্ফোরণের শব্দে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, দেশের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরক ডিভাইস ফেটে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর গুলিও চালিয়েছে আততায়ীরা। 

মন্ত্রী আরও জানিয়েছেন যে, এই ভয়াবহ বিস্ফোরণের জেরে দুই পুলিশ কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, ২ জন ‘সন্ত্রাসী’ আঙ্কারায় মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলা চালিয়েছে। তাদের মধ্যে একজন বিস্ফোরণের প্রভাবে মারা গেছে এবং অন্যজনকে আটক করা সম্ভব হয়েছে। 

স্থানীয় সময়ে রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ২ জন পুলিশ কর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী আলী ইয়ারলিকায়া। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই খবর জানিয়েছেন তিনি। গ্রীষ্মকালীন ছুটির পর তুরস্কের পার্লামেন্ট পুনরায় চালু হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলার ঘটনা ঘটল।
 

 

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন