ফ্লোরিডার মায়ামির একটি চিড়িয়াখানার রক্ষক মাইক হোলস্টনের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন একটি ভিডিও। সেই ভিডিওতে তীব্র দাপট নিয়ে নির্ভীকভাবে একটি প্রকাণ্ড বড় সাপকে অবলীয়ায় তিনি কাবু করে নিলেন দুটো হাতের শক্তির জাদুতে।
সরীসৃপ মানেই শীতল দেহের সেই হিলহিলে প্রাণী, যার স্পর্শ তো দূর অস্ত, ছবিটুকু চিন্তা করলেই সারা শরীরে শিহরণ জেগে ওঠে। সেই সরীসৃপ যদি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে, তাহলে তো আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। কিন্তু, সেই সতর্কবার্তার ভ্রূক্ষেপ না করেই সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ কেরামতি দেখালেন এক ব্যক্তি। -
ফ্লোরিডার মায়ামির একটি চিড়িয়াখানার রক্ষক মাইক হোলস্টনের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন একটি ভিডিও। সেই ভিডিওতে তীব্র দাপট নিয়ে নির্ভীকভাবে একটি প্রকাণ্ড বড় সাপকে অবলীয়ায় তিনি কাবু করে নিলেন দুটো হাতের শক্তির জাদুতে, সেই দৃশ্য দেখেই থ হয়ে গিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা।