
ভয়ঙ্কর ঘৃণ্য কাজ করল হামাস! ক্ষুব্ধ সমগ্র বিশ্ব। ইসলামি গান বাজিয়ে এবং নৃত্য পরিবেশন করে চার ইসরায়েলি মানব দেহ রেড ক্রস করে সংস্থার কাছে হস্তান্তর করেছে হামাস সন্ত্রাসীরা।
শান্তি চুক্তির অধীনে হামাস তখনও জীবিত ইসরায়েলি শিশুদের মুক্তি দিচ্ছিল। প্রথমবারের মতো হামাস নিহত ইসরায়েলিদের হস্তান্তর করেছে। চারটি মৃতদেহের মধ্যে দুটি শিশুর বলে জানা গিয়েছে। দুই শিশুর বয়স চার ও ৯ মাস বলে জানা গিয়েছে। শিশুদের সঙ্গে দুই সন্তানের মায়ের দেহও ছিল। হামাস যেভাবে চারটি মৃতদেহ ফিরিয়ে দিয়েছে, তা বিশ্বজুড়ে আলোড়ণ সৃষ্টি করেছে।
ফিলিস্তিনিরা এই দৃশ্য দেখার জন্য একসঙ্গে জড়ো হয়েছিল। ইসরায়েলি শিশুদের মৃতদেহ নিয়ে কুচকাওয়াজও করা হয়েছে। হামাসের এই বর্বরাতায় ক্ষুব্ধ ইসরায়েল। ইসরায়েল প্রতিসোধের সঙ্কেত দিয়েছে ইতিমধ্যেই। এত বর্বরতা দেখে রীতিমতো তাজ্জব হয়েছে গোটা দেশ।