শিশুর জীবনের ভিত তৈরি হয় স্কুল শিক্ষা থেকে। তাই স্কুল বাছাইয়ের ক্ষেত্রে প্রথম থেকেই সজাগ থাকেন অভিভাবকরা।
পৃথিবীর সেরা তিন স্কুলের মধ্যে নাম থাকল দুটি ভারতীয় স্কুলের। ঘোষণা করা হল ২০২৩ সালের পৃথিবীর সেরা তিন স্কুলের নাম। এই তালিকায় ভারতের নাম থাকায় তা স্বাভাবিকভাবেই তা গোটা দেশের জন্যই গর্বের। শিশুর জীবনের ভিত তৈরি হয় স্কুল শিক্ষা থেকে। তাই স্কুল বাছাইয়ের ক্ষেত্রে প্রথম থেকেই সজাগ থাকেন অভিভাবকরা। তবে স্কুল মানে কি শুধুই পড়াশোনার মানদন্ড? শুধুমাত্র রেজাল্ট স্কুলের মানের মাপকাঠি নয়। পাশাপাশি পড়াশোনার অনুকূল পরিবেশ থেকে শুরু করে একাধিক বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকে এই নির্বাচন। এক্ষেত্রে ঠিক কোন কোন বিষয় গুরুত্ব দেওয়া উচিত তা খুঁজে বার করলেন বিশেষজ্ঞরা। সেই মতই নির্ধারিত হল বিশ্বের সেরা তিন স্কুল। তালিকায় জায়গা পেয়েছে দুটি ভারতীয় স্কুল।
ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর সেরা স্কুলের প্রতিযোগিতা। গত জুন মাসে প্রকাশিত হয়েছে পৃথিবীর সেরা দশটি স্কুলের তালিকা। যেখানে ছিল ভারত থেকে পাঁচটি স্কুল। এই ১০ স্কুলের মধ্য থেকেই বাছাই করা হয় ২০২৩ সালের পৃথিবীর সেরা তিন স্কুল। প্রতিযোগিতার দৌড়ে সেই চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যেই রয়েছে ভারতের দুই স্কুল।
সেরা তিনে ভারতের কোন কোন স্কুল?