Iran Qatar News: কাতারের মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত ইরানের! লাগাতার বিস্ফোরণে কেঁপে উঠল দোহা

Published : Jun 23, 2025, 11:59 PM ISTUpdated : Jun 24, 2025, 01:06 AM IST
Iran Qatar News

সংক্ষিপ্ত

Iran Qatar News: প্রত্যাঘাত হানল ইরান। সোজা মার্কিন সেনাঘাঁটিতে। কাতারের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাল ইরান। 

Iran Qatar News: সোমবার রাতেই প্রত্যাঘাত ইরানের। কাতারের মার্কিন সেনাঘাঁটিতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। সেই দেশের সশস্ত্র বাহিনী এই হামলার কথা কার্যত, স্বীকার করে নিয়েছে। 

সোমবার রাতে, কাতারের রাজধানী দোহাতে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, দোহার আকাশে নাকি আলোর রেখা দেখা গেছে। প্রসঙ্গত, রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। আর সেই হামলার পর থেকেই পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। 

আমেরিকার হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে ইরানের সামরিকবাহিনী রীতিমতো জানিয়ে দেয়, “এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, তবে শেষটা কিন্তু আমরাই করব।” তখনই বোঝা গেছিল, কিছু একটা ঘটতে চলেছে। আর সেই হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই, সরাসরি কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ইতিমধ্যেই কাতারের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে দোহার ভারতীয় দূতাবাস। কাতারে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

সেইসঙ্গে, সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে এবং কাতার প্রশাসনের তরফে সমস্ত নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। প্রয়োজন ছাড়া সেই দেশে থাকা ভারতীয়দের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে তারা।

 

 

ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ড ঠিক কী জানিয়েছে? 

রেভলিউশনারি গার্ডের তরফ থেকে বলা হয়েছে, কাতারে অবস্থিত আমেরিকার আল-উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিছুক্ষণ পর, সেই হামলার বিষয়টি অবশ্য নিশ্চিত করেছে কাতারও। একইসঙ্গে সেই হামলার নিন্দাও করা হয়েছে কাতারের তরফ থেকে। 

কাতার বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, “এই হামলা আক্ষরিক অর্থে কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধও লঙ্ঘন করেছে ইরানের সশস্ত্র বাহিনী।" কিন্তু ইরানের নিরাপত্তা বিষয়ক দফতর জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তু কখনই কাতার বা তার নাগরিকরা নন। আল-উদেইদ বিমানঘাঁটি লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত। উল্টে কাতারকে বন্ধু বলে মনে করছে ইরান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে