কোথায় গেলেন আলি খামেনেই? ইরান-ইজরায়েল যুদ্ধ থামলেও খোঁজ নেই ধর্মগুরুর

Published : Jun 26, 2025, 03:06 PM IST

Ayatollah Ali Khamenei: যুদ্ধ শেষ হলেও নিখোঁজ ইরানের সর্বেসর্বা ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেইষ কোথায় তিনি? কোনও উত্তর নেই ইরানের। 

PREV
110
ইরান-ইরজায়েল সংঘাত শেষ

ইরান-ইজরায়েল সংঘাত আপাতত শেষ। শান্তির পথে দুই দেশ। মঙ্গলবারের পর থেকে দুই দেশই লড়াইতে ইতি টেনেছে।

210
কিন্তু 'নিখোঁজ' খামেনেই

যুদ্ধ শেষ হলেও নিখোঁজ ইরানের সর্বেসর্বা ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেইষ কোথায় তিনি? কোনও উত্তর নেই ইরানের।

310
খামেনেই

ইরানের ধর্মগুরু। বর্তমানে সিয়া নেতার হাতেই রয়েছে ইরানের যাবতীয় দায়িত্বের রাশ। বছর ৮৬ খামেনেই কোথায় কী অবস্থায় রয়েছেন তা স্পষ্ট নয় বিশ্ববাসীর কাছে।

410
আড়ালে খামেনেই

ইরাজয়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি আলি খামেনেইতে। যুদ্ধের সময় শোনা গিয়েছিল তিনি রয়েছে ব্যাঙ্কার। কিন্তু যুদ্ধ শেষে কোনও হদিশ নেই নেতার।

510
খামেনেইর দফতর

কোথায় রয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই? সেই সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে তাঁর দফতর। দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা সর্বোচ্চ নেতার নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা খুব ভাল কাজ করছে। ঈশ্বরের কৃপায় তারা তাদের নেতার সঙ্গে জয় উদযাপন করতে পারবেন।

610
প্রধানের বার্তা

খামেনেইর দফতরের প্রধান মেহদি ফজায়লি দেশের সর্বোচ্চ নেতার জন্য দেশের সমস্ত মানুষকে প্রার্থনা করতে বলেছেন। তবে তাদের নেতা নিরাপদে রয়েছেন কিনা তা অবস্য স্পষ্ট করেননি মেহদি।

710
খামেনেই টার্গেট

ইরানের সঙ্গে সংঘাতের সময় ইজরায়েলের টার্গেটই ছিল খামেনেই। নেতানিয়াহু অনেকটা এগিয়ে গিয়ে খামেনেইকে হত্যা করার কথাও বলেছিলেন। ইরানের থেকেই খামেনেই যে তাদের বড় শত্রু সেই কথাও তিনি বলেছিলেন।

810
গোপন ডেরা থেকে হুঁশিয়ারি

ইরান-ইজরায়েল সংঘাতের সময় খামেনেই গোপন ডেরা থেকে একের পর এক হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি আমেরিকাকেও অতিতের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করে দিয়েছিলেন।

910
উত্তরসুরী বাছা শেষ

যুদ্ধের মধ্যেই খামেনেই তাঁর উত্তরসুরী বেছে দিয়েছিলেন। তিন জনের নামও ঠিক করেছিলেন। তেমনই দাবি করেছিল একাধিক সংবাদ মাধ্যমে। কিন্তু তারপর আর কোনও খোঁজ নেই প্রবীণ ধর্মগুরুর।

1010
আশঙ্কা অনেক

ইরানের একাটা অংশের মানুষের কাছে রীতিমত জনপ্রিয় খামেনেই। তাই ধর্মগুরুকে নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। খামেনেই সুস্থ রয়েছেন কিনা, তিনি বেছে আছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ইরান প্রশাসন পুরোপুরি নীরব।

Read more Photos on
click me!

Recommended Stories