ইরাজয়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি আলি খামেনেইতে। যুদ্ধের সময় শোনা গিয়েছিল তিনি রয়েছে ব্যাঙ্কার। কিন্তু যুদ্ধ শেষে কোনও হদিশ নেই নেতার।
510
খামেনেইর দফতর
কোথায় রয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই? সেই সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে তাঁর দফতর। দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা সর্বোচ্চ নেতার নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা খুব ভাল কাজ করছে। ঈশ্বরের কৃপায় তারা তাদের নেতার সঙ্গে জয় উদযাপন করতে পারবেন।
610
প্রধানের বার্তা
খামেনেইর দফতরের প্রধান মেহদি ফজায়লি দেশের সর্বোচ্চ নেতার জন্য দেশের সমস্ত মানুষকে প্রার্থনা করতে বলেছেন। তবে তাদের নেতা নিরাপদে রয়েছেন কিনা তা অবস্য স্পষ্ট করেননি মেহদি।
710
খামেনেই টার্গেট
ইরানের সঙ্গে সংঘাতের সময় ইজরায়েলের টার্গেটই ছিল খামেনেই। নেতানিয়াহু অনেকটা এগিয়ে গিয়ে খামেনেইকে হত্যা করার কথাও বলেছিলেন। ইরানের থেকেই খামেনেই যে তাদের বড় শত্রু সেই কথাও তিনি বলেছিলেন।
810
গোপন ডেরা থেকে হুঁশিয়ারি
ইরান-ইজরায়েল সংঘাতের সময় খামেনেই গোপন ডেরা থেকে একের পর এক হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি আমেরিকাকেও অতিতের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করে দিয়েছিলেন।
910
উত্তরসুরী বাছা শেষ
যুদ্ধের মধ্যেই খামেনেই তাঁর উত্তরসুরী বেছে দিয়েছিলেন। তিন জনের নামও ঠিক করেছিলেন। তেমনই দাবি করেছিল একাধিক সংবাদ মাধ্যমে। কিন্তু তারপর আর কোনও খোঁজ নেই প্রবীণ ধর্মগুরুর।
1010
আশঙ্কা অনেক
ইরানের একাটা অংশের মানুষের কাছে রীতিমত জনপ্রিয় খামেনেই। তাই ধর্মগুরুকে নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। খামেনেই সুস্থ রয়েছেন কিনা, তিনি বেছে আছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ইরান প্রশাসন পুরোপুরি নীরব।