ISIS Chief Death News: পালিয়েও হল না শেষরক্ষা, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় হত ISIS জঙ্গিগোষ্ঠীর প্রধান
বাগদাদ: সফল অপারেশন। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন আইএস জঙ্গিগোষ্ঠীর ‘গ্লোবাল অপারেশন’-এর (Global Oparation) প্রধান আবদাল্লা মাক্কি মুসলিহ আল-রিফাই ওরফে আবু খাদিজা। জানা গিয়েছে, বৃহস্পতিবার মার্কিন হামলায় খতম আইএসআইএস জঙ্গিগোষ্ঠীর প্রধান (ISIS Chief) আবদুল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই ওরফে আবু খাদিজা (western Iraq)।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেকদিন ধরেই এই ISIS প্রধানের উপর নজরদারি চালাচ্ছিল আমেরিকা। সুযোগ পেতে ইরাকের গোয়েন্দাদের সাহায্যে তাঁকে খতম করল আমেরিকা। সারা বিশ্বের (International News) কাছে আবু খাদিজাহ আদতেই একটা রহস্যময় ব্যক্তিত্ব। এবার সেই জঙ্গি নেতার(ISIS Chief) হত্যা করল মার্কিন যুক্তরাষ্ট্র (America)। জানা গিয়েছে, গোটা বিশ্বজুড়ে ISIS-এর অভিযানের কাজ সামলাত এই জঙ্গি নেতা। ISIS-এর সকল অভিযানের আর্থিক ব্যবস্থাপনা, লজিস্টিকস ও পরিকল্পনার ভার ছিল তার কাঁধেই।
জানা গিয়েছে, ইরাক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই জঙ্গিনেতার(ISIS Chief) হদিশ পায় মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর ‘পাখির চোখ’ করেই আকাশপথে ছোড়া হয় মিসাইল। সেই বায়ু হামলাতেই প্রাণ যায় ISIS প্রধানের। মৃত্যু হয় আরও এক ISIS জঙ্গির। তবে সঠিক লোকের প্রাণ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তৎক্ষণাৎ ইরাকের সেই এলাকায় পাঠানো হয় ইরাক সেনাবাহিনীকে। সেন্টকম সূত্রে খবর, দু’জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের শরীরে বিস্ফোরক বাঁধা পোশাক ছিল। শুধু তা-ই নয়, প্রচুর অস্ত্রশস্ত্রও ছিল তাঁদের সঙ্গে। আবু খাদিজার দেহ ডিএন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এর আগেও হামলায় বেঁচে গিয়েছিলেন আইএসআইএসের এই শীর্ষনেতা। ২০২৩ সালে আবু খাদিজাকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকা। ইরাক এবং সিরিয়ায় আইএসের দায়িত্বে ছিলেন খাদিজা। আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ বলা হত তাঁকে।
অন্যদিকে, আইএসআইএসের জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতার মৃত্যুতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, ''ইরাকে আইএস-এর অন্যতম মাথা নিহত হয়েছেন। অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল। আল আনবার প্রদেশে মার্কিন (America News) বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আবু খাদিজা।''