'পশুদের মত হত্যা করা হয়েছে ইজরায়লিদের। মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। শিশু থেকে বয়স্ক কাউর প্রতি এরা দয়া করেনি। সব থেকে জঘন্যতম অপরাধ করেছে ওরা।' এক ইজরায়লি মেজরের মন্তব্য।
'পশুদের মত হত্যা করা হয়েছে ইজরায়লিদের। মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। শিশু থেকে বয়স্ক কাউর প্রতি এরা দয়া করেনি। সব থেকে জঘন্যতম অপরাধ করেছে ওরা।' এক ইজরায়লি মেজরের মন্তব্য। গাজা সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ইজরায়েলের কিবুতজ বেইরি শহর। এখানেই ৭ অক্টোবর হামাস সন্ত্রাসবাদীরা হত্যালীলা চালিয়েছিল। ইজরায়েল থেকে সরাসরি এশিয়ানেট নিউজের প্রতিবেদন।