Israel Yemen News: রাষ্ট্রসংঘের ১১ জন কর্মীকে পণবন্দি! ইজরায়েলী হামলার জবাব দিল হাউথিরা

Published : Sep 01, 2025, 07:55 PM ISTUpdated : Sep 01, 2025, 08:16 PM IST
Houthi

সংক্ষিপ্ত

Israel Yemen News: সম্প্রতি হাউথি নিয়ন্ত্রিত সানা এলাকায় হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় হাউথি প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর মৃত্যু হয়।

Israel Yemen News: গোটা বিশ্বজুড়েই যেন টালমাটাল অবস্থা। ইয়েমেনের উপর ইজরায়েলের হামলার জেরে এবার পাল্টা জবাব দিল বিদ্রোহী হাউথি গোষ্ঠী। তারা রাষ্ট্রসংঘের দফতরে হামলা চালিয়েছে বলে খবর (israel yemen attack)। জানা যাচ্ছে, সেই বিদ্রোহী হাউথি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হুদেইদাতে রাষ্ট্রসংঘের একাধিক দফতরে হামলা চালিয়েছে। সেইসঙ্গে, ১১ জন কর্মীকে পণবন্দিও করা হয়েছে (israel yemen news today)। 

এই হামলার নেপথ্যে কোন কারণ রয়েছে?

সম্প্রতি হাউথি নিয়ন্ত্রিত সানা এলাকায় হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় হাউথি প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর মৃত্যু হয়। এবার সেই ঘটনার পরেই, পাল্টা প্রতিশোধ নিল হাউথিরা। হাউথি গোষ্ঠী অভিযোগ করেছে, রাষ্ট্রসংঘের যে সমস্ত কর্মীরা সেইদিন হামলার সময় ইজরায়েলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছিল, শুধুমাত্র তাদেরকেই আটক করা হয়েছে। 

তবে এই হামলার পর, উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের সহাসচিব আন্তোনিও গুতেরেজ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রসংঘের খাদ্য, স্বাস্থ্য এবং শিশুদের নিরাপত্তা সংক্রান্ত দফতরে জোর করে প্রবেশ করে হাউথি বিদ্রোহীরা। এমনকি, ভাঙচুরও চালানো হয়েছে। ফলে, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। 

অন্যদিকে, ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রান্ডবার্গের কথায়, “যা ঘটেছে তা রীতিমতো ভয়াবহ। আমরা চাই, আমাদের যে সমস্ত কর্মীদের বন্দি করা হয়েছে, তাদের যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।"]

কী বলছে হাউথিরা?

গত সপ্তাহে হাউথি নিয়ন্ত্রণাধীন সানায় একটি বিমান হামলা চালায় ইজরায়েলী সেনা। আর সেই হামলায় প্রাণ হারান সানার হাউথি প্রধানমন্ত্রী আল-রাহাবির। এছাড়াও সেই ঘটনায় মৃত্যু হয় একাধিক মন্ত্রীর। এরপরেই হাউথি গোষ্ঠীর তরফ থেকে জানানো হয়, গত এক বছর ধরে সরকারের কর্মদক্ষতা পর্যালোচনার বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। 

সেখানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী রাহাবি এবং ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরা। তখনই হটাৎ বিমান থেকে বোমাবর্ষণ শুরু হয়। প্রসঙ্গত, গত ২০২৪ সালের অগাস্ট মাস থেকে সানায় হাউথি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন আহমেদ আল রাহাবি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IND vs SA - জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে