মানুষ থেকে কুকুর হলেন এক জাপানি, অবাক করা কাণ্ডে সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায় । কুকুর সাজার জন্য ২ মিলিয়ন জাপানি ইয়েন খচর করতে হয়েছে।
ছেলে থেকে মেয়ে হওয়া বা মেয়ে থেকে ছেলে হওয়া- মানে লিঙ্গ পরিবর্তনের ঘটনা এখন পুরনো। এবার অন্য পন্থা নিলেন জাপানের এক নাগরিক। তিনি এবার মানুষ থেকে সরাসরি কুকুরে রূপান্তরিত হলেন। তাও আবার গুণে গুণে গ্যাটের ২ মিলিয়ন জাপানি টাকা খরচ করে। ভারতীয় মূল্য মানুষ থেকে কুকুর হতে তার খরচ হয়েছে ২০ লক্ষ টাকা।