Morocco earthquake: মরক্কোয় ২০০০ ছাড়াল মৃতের সংখ্যা, এখনও ধ্বংস্তুপের নীচে আটকে অনেকের আটকে থাকার আশঙ্কা

মরক্কোর সাহায্যে এগিয়ে এসেছে পৃথিবীর নানা দেশ। বিশ্বের নানা প্রান্ত থেকে মিলছে সাহায্য। ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার করাই এখন মূল উদ্দেশ্য বলে জানা যাচ্ছে।

মরক্কোয় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেবল ধ্বংসস্তুপ। রবিবার সকালে পাওয়া আপডেট অনুযায়ী ইতিমধ্যেই ২০০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। শনিবার রাত পর্যন্ত এই সংখ্যাটা ছিল ১০০০-এর ঘরে। আহতের সংখ্যাও প্রায় ২০০০-এর বেশি। ধ্বংসস্তুপের নীচে এখনও অনেকে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। মরক্কোর সাহায্যে এগিয়ে এসেছে পৃথিবীর নানা দেশ। বিশ্বের নানা প্রান্ত থেকে মিলছে সাহায্য। ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার করাই এখন মূল উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। জোড় কদমে চলছে উদ্ধারকাজ।

ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে দেশটি। দেশের মানুষ এখনও আতঙ্কিত। পর্যটকদের মধ্যেও আতঙ্ক রয়েছে। পর্যটকদের দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মরক্কোতে। রাত ১১টা বেজে ১১ মিনিটে কেঁপে ওঠে আফ্রিকার এই দেশটি। পর্যটন কেন্দ্র মারাকেশের থেকে ৭২ কিলোমিটার দূরে দক্ষিণ- পশ্চিমের একটি পাহড়ি এলাকা ছিল ভূমিকম্পের উৎসস্থল। জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। দক্ষিণের আটলাস পর্বতমালায় ভূমকম্পের কেন্দ্রস্থল ছিল। এটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। এই স্থানের কাছেই রয়েছে তুবকাল ও মরক্কোর একটি স্কি রিসর্ট ও কাইমেডেন।

Latest Videos

রাবাত, কাসাব্লাঙ্কা, এসসাউইরা উপকূলীয় শহরগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। মরক্কো প্রশাসন জানিয়েছে, শহর ও শহরের বাইরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ৬ দশকের মধ্যে এটাই ছিল সবথেকে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বড়বড় বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয়রা রীতিমত আতঙ্কিত হয়েছে। এক বিশেষজ্ঞ জানিয়েছেন আফ্রিকার দেশগুলির মধ্যে এটাই সবথেকে বড় ভূমিকম্প। ১২০ বছরের মধ্যে এটাই সবথেকে বড় কম্পন। ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোর পাশে দাঁড়াবে ভারত। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরক্কোকে সম্ভাব্য সবধরনের সম্ভাব্য সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোর নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে মরক্কোতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। তাতে এখনও পর্যন্ত ৬৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জি২০ মঞ্চ থেকে মরক্কোর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উদ্বোধনী ভাষণে মরক্কোর ভূমিকম্প কথা দিয়েই শুরু করেন। 'এই কঠিন সময়ে বিশ্বের সব দেশই মরক্কোর সঙ্গে আছে। আমরা তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।'

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari