
Powerful Earthquake in Turkey: জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দেশে পরপর ভূমিকম্প আঘাত হানছে। পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া-সহ বিভিন্ন দেশে কয়েকদিন আগে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল, এবার সেই কম্পন তুরস্কে (Turkey) আঘাত হেনেছে। তুরস্কে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কুলা প্রদেশে ১৪ কিলোমিটার অঞ্চল কেঁপে উঠেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। সেবার এই দেশের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। কিন্তু সম্প্রতি ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ড্রোন-সহ অন্যান্য সামরিক সাহায্য করেছে তুরস্ক। এই পরিস্থিতিতে তুরস্ক ফের ভূমিকম্পে কেঁপে উঠল। এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। অনেক ভারতীয়ই কটাক্ষ করে বলছেন, ভারতের প্রতি অকৃতজ্ঞের মতো আচরণের কর্মফল হিসেবেই তুরস্কে ভূমিকম্প হল।
বৃহস্পতিবার তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গিয়েছে। কুলা অঞ্চলে এই ভূমিকম্পের প্রভাব তুরস্কের রাজধানী আঙ্কারাতেও অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আঙ্কারায় ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। কুলা প্রদেশে কম্পনের তীব্রতা ছিল বেশি। কিছু ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার সকালে গ্রিস এবং এর আশেপাশের অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই তুরস্কেও ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প ৭৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে ইজরায়েল, লেবানন, তুরস্ক এবং জর্ডনেও কম্পন অনুভূত হয়।
২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রথমে ৭.৮ মাত্রার ভূমিকম্প, পরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেও বেশ কয়েকবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে অনেক ভবন, ঘরবাড়ি ধসে পড়ে। এই ভূমিকম্পে অন্তত ৫৯,০০০ মানুষ প্রাণ হারান। এই ভূমিকম্পের প্রভাব সিরিয়াতেও পড়ে। সিরিয়ায় ৮,০০০ মানুষ প্রাণ হারায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।