Viral: কাজের চাপে নাজেহাল! লাফ মেরে আত্মহত্যা করল রোবট, যন্ত্রটির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল

Published : Jul 05, 2024, 08:38 AM IST
Robot

সংক্ষিপ্ত

কাজের চাপে নাজেহাল! লাফ মেরে আত্মহত্যা করল রোবট, যন্ত্রটির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল

কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করল রোবট! ভয়ঙ্কর ঘটনা জানাজানি হতে রীতিমতো হুঁশ উড়ে গিয়েছে সকলের। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

গত এক বছর ধরে কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে কাজ করছিল রোবটটি। সকাল-বিকেল নথি পৌঁছে দেওয়ার কাজ করত রোবটটি। সকাল ৯ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কাজ করতে হত তাকে। একটি কর্মী পরিচয়ও ছিল তার।

অফিসের কোণায় কোণায় চলা ফেরা করতে পারত সে। কিন্তু বৃহস্পতিবার হঠাৎই সিঁড়ি দিয়ে লাফিয়ে আত্মহত্যা করে এই রোবট। সঙ্গে সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় শরীরের বিভিন্ন অংশ। কাজের চাপ সামলাতে না পেরেই আত্মহত্যা করেছে রোবটটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে বিপুল ভাবে চাপ বাড়ছে। অস্বাভাবিক চাপের কারণেই মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। অনেকেই আবার চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে শুধু মানুষই আত্মহত্যা করে না আত্মহত্যা করে রোবটও। রোবটটির আত্মহত্যার কারণও খতিয়ে দেখা হচ্ছে। সিঁড়ি থেকে লাফিয়ে পড়ার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল। তার দেহের প্রতিটা অংশ খতিয়ে দেখছে রোবট সৃষ্টিকারী প্রতিষ্ঠান 'বিয়ার রোবটিক্স'।

তবে রোবটটির হঠৎ মৃত্যুতে শোকাহত হয়েছেন সিটি হল কর্মীরা। যান্ত্রিক কর্মীরও যে কাজের চাপ দেখা দিতে পারে তা নিয়ে বিশেষ পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

PREV
click me!

Recommended Stories

গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল
ডার্ক চকোলেট কি বার্ধক্য কমায়? থিওব্রোমিনের শক্তিতেই ভরসা রাখছেন বিজ্ঞানীরা