নেমে আসতে পারে বিরাট বিপর্যয়! ভারত ভূখন্ড হতে পারে দুই ভাগ, সতর্ক করছে ভূ-বিজ্ঞানীরা

Published : Jul 03, 2025, 07:54 PM IST
earth planet

সংক্ষিপ্ত

ভারতের ভূখণ্ড নাকি দুই ভাগে ভেঙে যাবে, প্রভাব পড়বে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে। এমনটাই আশঙ্কা করছে ভূ-বিজ্ঞানীরা।

ভারতীয় টেকটনিক প্লেট দুভাগে বিভক্ত হচ্ছে বলে চিন্তিত ভুবিজ্ঞানীরা। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন গবেষণা করে দেখেছে, ভারতের নীচে অবস্থিত টেকটনিক প্লেট দুভাগে ভেঙে যাচ্ছে। একটি অংশ আবার ধীরে ধীরে মাটির নিচেও ঢুকে যাচ্ছে। যার ফলে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ প্রভাবিত হবে বলেই সতর্কতা ভূ-বিজ্ঞানীদের।

গবেষণায় কী দেখা গেছে?

আমাদের পৃথিবীর মোট ৭টি প্লেটের ওপর দাঁড়িয়ে। মাটির নিচে এই প্লেটগুলোর মধ্যে ঘর্ষণের ফলেই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত প্রায় ৬০ মিলিয়ন বছর ধরে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। ফলে ভারতের নিচে অবস্থিত টেকটনিক প্লেট ভেঙে আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা উঠে এসেছে। আর এই প্লেটগুলো ভেঙে গেলে, ভারতীয় প্লেট পৃথিবীর গভীরে কোরের মধ্যে ঢুকে যাবে।

আশঙ্কায় চিন্তার ভাঁজ কেন?

১। মাটির গভীরে যাচ্ছে ভূখণ্ড

এশিয়া এবং ইউরোপের সীমানায় অবস্থিত ইউরেশিয়ান প্লেটগুলোর মধ্যে সংঘর্ষের ফলে প্রভাবিত হচ্ছে ভারতীয় প্লেট। এই প্রতিক্রিয়াকে ডিলামিনেশন (Delamination) বলে। আর এই প্লেটগুলোর মধ্যে যে প্লেটের ঘনত্ব যত বেশি সেই প্লেট নিচে, পৃথিবীর কোরের দিকে ঢুকে যেতে থাকে। যে কারণে ভারতীয় প্লেটে ফাটল দেখা দিচ্ছে, এমনকি পৃথিবীর ভেতরেও ঢুকে যাওয়ার আশঙ্কায় প্লেটের।

২। ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি

আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের গবেষণার রিপোর্ট অনুযায়ী, এই ইউরেশিয়ান প্লেটগুলোর স্থিতিশীলতা নষ্ট হয়ে সরে যাচ্ছে। প্লেটগুলোর ডিলামিনেশনের কারণে, যে স্থানে সরে যাচ্ছি সেখানে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জিওফিজিসিস্ট সাইমন ক্লেম্পেরার জানান, হিমালয় অঞ্চলের টেকটনিক প্লেটগুলোর ওপর চাপ অনেকটা থাকে। ফলে এই প্লেটগুলোতেই ফাটল ধরার ঝুঁকি বেশি এবং ভূমিকম্পের কারণ হয়ে ওঠে।

বিজ্ঞানীদের আশঙ্কা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে, তবে স্পষ্টভাবে কিছু জানতে গেলে এ নিয়ে আরও গবেষণা করার প্রয়োজন আছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে