Smoking Prohibited : ১ জুলাই থেকে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হল! নিয়ম না মানলে হতে পারে ১৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা

Published : Jun 07, 2025, 02:26 PM IST

১ জুলাই থেকে প্রকাশ্যে বা  পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করার নির্দেশ জারি হয়েছে। সমুদ্র সৈকত, পার্ক, বাস স্টপ সহ বিভিন্ন স্থানে ধূমপান করলে হতে পারে ১৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

PREV
110

ধূমপানের পরোক্ষ ক্ষতি কমাতে এবার বড় উদ্যোগ নিল সরকার। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক জানার পরেও দিনে দিনে বাড়ছে এর বিক্রি।

210

জানা গিয়েছে, ১ জুলাই থেকে, অর্থাৎ আগামী মাসের একেবারে শুরু থেকেই সর্বসমক্ষে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করেছে।

310

সংবাদ মাধ্যম সূত্রে খবর অুসারে, সরকার জানিয়েছে পাবলিক এলাকায় যেসব জায়গায় শিশুদের যাতায়াত রয়েছে এমন জায়গার প্রকাশ্যে স্মোকিং করা যাবে না।

410

বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিতেই এই বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সমুদ্র সৈকত থেকে শুরু করে পার্ক, বাস স্টপ এবং খেলাধুলার স্থান আর প্রকাশ্যে আর ধূমপান করা যাবে না। ।

510

আর এই নিয়ম ভাঙলেই জরিমানা হতে পারে ১৩ হাজার টাকা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবারমন্ত্রী একথা জানিয়েছেন।

610

কোন কোন জায়গায় জনসমক্ষে ধূমপান করা যাবে না, সেকথা যেমন সরকারের তরফে জানানো হয়েছে।

710

সেই সঙ্গেই জানানো হয়েছে ক্যাফে টেরেসগুলি নতুন নিয়মের আওতায় থাকবে না এবং ইলেকট্রনিক সিগারেটও বাদ থাকবে।

810

এই সিদ্ধান্ত গ্রহণের অন্যতম কারণ হিসেবে শিশুদের পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার রয়েছে। তাই দেশ জুড়ে এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

910

না এই নিয়ম ভারতে নয়, জারি হয়েছে ফ্রান্সে। ফ্রান্স মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশনের মতে, সে দেশের জনসংখ্যার ২৩.১ শতাংশ মানুষ দৈনিক ধূমপান করেন। 

1010

ফ্রান্সের জাতীয় ধূমপান বিরোধী কমিটি জানিয়েছে যে প্রতি বছর ৭৫,০০০ এরও বেশি ধূমপায়ী তামাকজনিত অসুস্থতায় মারা যান। তাই সব দিক থেকে পরিবেশ-সহ নাগরিকদের প্রাণ বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে 

Read more Photos on
click me!

Recommended Stories