Viral Video News: এয়ার শো চলাকালীন মাঝ আকাশেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাইলট, তারপর যা হল!

Published : Mar 23, 2025, 12:27 PM ISTUpdated : Mar 23, 2025, 12:31 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

যে মুহুর্তে পাইলট মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারান সেই মুহুর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, আকাশে এয়ার শো (Air Show) চলাকালীন হঠাৎই অনিয়ন্ত্রিত ভাবে ঘুরতে থাকে দুর্ঘটনাগ্রস্ত ওই প্লেনটি। তারপরই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা 

Plane Crash News: মাঝ আকাশে বিমান প্রদর্শনী দেখাতে গিয়ে বিপত্তি! ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন বিমান চালক। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত সালদানহার বায়ুসেনা ঘাঁটিতে (Africa Plane Crash News)। জানা গিয়েছে মাঝ আকাশে এয়ার শো চলাকালীন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই বিমানের পাইলট। তারপরই মুহুর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। প্রাণ হারান পাইলট। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার বেসামরিক বিমান কর্তৃপক্ষ (SACAA)।

জানা গিয়েছে, যে মুহুর্তে পাইলট মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারান সেই মুহুর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, আকাশে এয়ার শো (Air Show) চলাকালীন হঠাৎই অনিয়ন্ত্রিত ভাবে ঘুরতে থাকে দুর্ঘটনাগ্রস্ত ওই প্লেনটি। এরপর সেটি মাটিতে ভেঙে পড়ে। বিমানের মধ্যে পাইলট একা থাকায় শুধুমাত্র তিনিই প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে (Pilot Death News)।

 

 

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া দক্ষিণ আফ্রিকার বায়ুসেনাতে। মৃত ওই পাইলটের নাম- ও কর্নেল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওই এয়ার শো'র আয়োজক সংস্থা। একটি বিবৃতি দিয়ে সংস্থার তরফে বলা হয়েছে, ''ওয়েস্ট কোস্টে এয়ার শো চলাকালীন দুর্ঘটনায় একজন পাইলট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।''

সূত্রের খবর, কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ওই সরকারি বিমান প্রদর্শনী কর্মসূচি চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, এয়ার শোয়ের বেশিরভাগ সময়ই বিমানটি পাইলটের নিয়ন্ত্রণেই ছিলো। কিন্তু চূড়ান্ত মহড়ার সময়, বিমানটির উচ্চতা হঠাৎ হ্রাস পায়। এবং সেটি মুহুর্তের মধ্যে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে। তবে প্রাথমি তদন্তে অনুমান, পাইলট বিমানের মধ্যেই প্রাণ হারিয়েছিলেন। কারণ,

পাইলটের বাইরে বেরিয়ে আসার চেষ্টার কোনও প্রমাণ মেলেনি বলে খবর। এদিকে গোটা ঘটনায় হতচকিয়ে যান অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। কিছু বুঝে ওঠার আগে ততক্ষণে সব শেষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে