ডামাডোলের নেপালে অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, শুক্রবার রাতেই শপথ

Published : Sep 12, 2025, 08:24 PM IST

Sushila Karki: জেন জি-দের আন্দোলনের চাপে পদচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। তার জায়গায় শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুশীলা কার্কি। বিশদে জানতে  দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
প্রধানমন্ত্রী হিসেবে শপথ সুশীলা কার্কির

ডামাডোলের নেপালের অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? সেই নিয়ে গত কয়েক দিন ধরে অশান্ত এভারেস্টের দেশে জল্পনা চলছিল। উঠে এসেছিল একাধিক নাম। এরই মধ্যে জেন জি-দের সবথেকে পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন নেপালের প্রথম মহিলা বিচারপতি সুশীলা কার্কি। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার রাতেই তিনি অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। খবর এএনআই সূত্রে। 

25
শুক্রবার রাতেই শপথ

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সুশীলা কার্কি। মঙ্গলবার ওলি পদত্যাগ করতেই আন্দোলনকারী জেন জি-দের কাছে কার্কিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সম্মতি চেয়ে স্বাক্ষরপত্র চাওয়া  হয়েছিল। সেইমতো প্রস্তাব বিবেচনার জন্য অন্তত ১,০০০ লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। কিন্তু প্রথমেই ২,৫০০-এরও বেশি স্বাক্ষর জমা পড়ে তাঁর পক্ষে। এরপর আন্দোলনকারীরা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে মনোনীত করার কথা ঘোষণা করেন। শুক্রবার রাত সওয়া নটা নাগাদ শপথ নিতে পারেন তিনি। 

35
সুশীলা কার্কি

Gen Z বিক্ষোভে অস্থির নেপাল। জনতা ও সেনা বাহিনীর চাপে গদি ছাড়তে বাধ্য় হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়়ে পালিয়ে গেছেন দুবাইতে। এই অবস্থায় কে হাল ধরবে হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই রাজ্যটির? জল্পনা তুঙ্গে। আর তার মধ্যেই সামনে এলো নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসেবে সুশীলা কার্কির নাম।  

45
সুশীলা ছাড়া দৌড়ে আর কে ছিলেন?

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর চর্চায় প্রথমেই যে নামটি সামনে আসছে সেটি হল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র। নেপালের বাঘা বাঘা রাজনীতিবীদদের হারিয়ে তিনি মেয়র হয়েছিলেন। মাত্র ৩৫ বছরকের বালেন্দ্রর হাতেই আন্দোলনকারীরা নেপালের শাসনভার তুলে দিতে চাইছেন। স্থানীয়দের কাছে তিনি বালেন নামেই পরিচিত। তবে শেষ পর্যন্ত প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কিতেই ভরসা রাখছেন নেপালের জেন জিরা।

55
নেপালে অব্যাহত ডামাডোল

এদিকে নেপালে GenZ-এর বিক্ষোভের মধ্য়ে পড়ে ভয়ঙ্কর পরিণত ভারতীয় দম্পতির। স্ত্রীকে হারিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন স্বামী। নিহত মগিলা বছর ৫৫-র রাজেশ গোলা। নেপালে দিয়েছিলেন স্বামী রামবীর সিং-এর সঙ্গে। ৭ সেপ্টেম্বর পশুপতিনাথ মন্দির দর্শনের সময়ই তাঁরা নেপালের তরুণদের বিক্ষোভের মধ্য়ে পড়়েন।

Read more Photos on
click me!

Recommended Stories