দামাস্কাসের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা, পালাননি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, দাবি সিরিয়া সরকারের

সিরিয়ার পরিস্থিতি ক্রমশঃ ঘোরালো হয়ে উঠছে। এক দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহ সামাল দেওয়ার পর এবার হয়তো ক্ষমতা হারাতে চলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার রাজধানী দামাস্কাস কি বিদ্রোহীদের দখলে চলে যাবে? শনিবার এই সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হোমস ইতিমধ্যেই বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের ঠেকাতে পারছে না। সম্প্রতি বিদ্রোহীরা দামাস্কাসের দিকে এগোতে শুরু করেছে। ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসন এবার সঙ্কটে পড়ে গিয়েছে। সিরিয়ার বিদ্রোহীদের দাবি, তারা দামাস্কাস ঘিরে ফেলতে শুরু করেছে। যদিও সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা দামাস্কাস থেকে পালিয়ে যায়নি। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাননি বলেও দাবি করেছে সেনাবাহিনী।

বিদ্রোহীদের দাবি খারিজ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের

Latest Videos

সিরিয়ার বিদ্রোহীদের কম্যান্ডার হাসান আবদেল গনির দাবি, 'আমাদের বাহিনী রাজধানী দামাস্কাস ঘিরে ফেলার জন্য চূড়ান্ত লড়াই শুরু করেছে।' পাল্টা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, 'আমাদের সশস্ত্রবাহিনী প্রত্যাহার করা হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্যি নয়। আমাদের সশস্ত্রবাহিনী দামাস্কাসের সর্বত্র মোতায়েন আছে।' সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে দাবি করা হয়েছে, আসাদ দামাস্কাসেই আছেন। তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি।

'আরব বসন্ত' ফিরছে?

২০১০ সাল থেকে পশ্চিম এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের নাম দেওয়া হয় 'আরব বসন্ত'। মিশর, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, ইরান, জর্ডন, মরক্কো, টিউনিশিয়া, কুয়েত, সুদানের মতো দেশগুলিতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বেশিরভাগ দেশেই সরকারের পতন হয়। কিন্তু প্রায় দেড় দশক ধরে বিদ্রোহ সামাল দিতে সফল হন আসাদ। এবার অবশ্য তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। সিরিয়া সরকারের পক্ষে এবার এই বিদ্রোহ সামাল দেওয়া কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মাত্র ৪ দিনে কলকাতা দখল করে নেব! ঢাকায় বাংলাদেশি সেনা কর্মীদের আস্ফালন- দেখুন ভাইরাল ভিডিও

ভারতীয় সীমান্তে মোতায়েন বায়রাক্টর TB2 ড্রোন কতটা ভয়ঙ্কর? বাংলাদেশের এই ড্রোন মোড়় ঘুরিয়ে দিয়েছিল যুদ্ধের

Share this article
click me!

Latest Videos

ফের সরকারী প্রকল্পে চুরির অভিযোগ! ক্ষোভে ফেটে পড়লেন বাবলা পঞ্চায়েতের বাসিন্দারা | Nadia News Today
Chinmoy প্রভুর হয়ে মামলা লড়লে প্রাণ নাশের হুমকি আইনজীবীদের, এই ইস্যুতে যা বলছেন অধীর রঞ্জন চৌধুরী
Bangladesh-এ হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ Matua মহাসঙ্গের, দেখুন কী বললেন তাঁরা
‘সাংবাদিক’ পরিচয়ে বেয়াদপি Baruipur হাসপাতালে! বিধায়কের নাম নিয়ে হুমকির অভিযোগ | South 24 Parganas
'দুটো রাফেল উড়লেই প্যান্ট ভিজে যাবে' : Suvendu Adhikari #shorts #suvenduadhikari #indiabangladesh