ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল - দেখুন ভাইরাল ভিডিও

Published : Mar 28, 2025, 03:27 PM IST
Terrible earthquake in Myanmar watch viral video bsm

সংক্ষিপ্ত

Viral Video: জোড়া ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল মায়ানমার (Myanmar)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। যার জেরে প্রভাব পড়েছে দিল্লিতে। 

Viral Video: জোড়া ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল মায়ানমার (Myanmar)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। যার জেরে প্রভাব পড়েছে দিল্লিতে। কেঁপে উঠেছে দিল্লি ও উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। মায়ানমারের ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাঙ্কককের দূরত্ব ৯০০ কিলোমিটার। কিন্তু এই ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে উঠেছিল এই শহরের এলাকা। কম্পনের জেরে ব্যাঙ্কক জুড়ে ট্রেন ও মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। ভেঙে পড়েছে আভা সেতু।

 

 

মায়ানমারের ভূমিকম্পের ছবি ও ভিডিও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল। ব্যাঙ্ককে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মায়ানমারের দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন উদ্ধারকাজ শুরু হয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

 

মান্দালয়ের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 'আমার চোখের সামনে একটা পাঁচতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। গোটা শহরের সকলেই রাস্তায়। কেউ এখনও কোনও বাড়িতে ঢোকার সাহস পাচ্ছে না।' শহর জুড়েই রয়েছে আতঙ্কের ছবি।

 

 

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী শুক্রবার মায়ানমারে জোড়া কম্পনের মাত্রা ছিল ৭.৭ ও ৬.৪। ভারতের ভূপর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম কম্পনের মাত্র ৭.৫ ও দ্বিতীয়টির মাত্রা ৭। ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। চিনেও কম্পন অনুভূত হয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

নিপা ভাইরাসের টিকার উদ্যোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীদের, বিশ্বজুড়ে আশার আলো
Winter Storm In USA: 'বরফ যুগের' মতো ঠান্ডা, প্রবল শীতকালীন ঝড়ের মুখে আমেরিকার ৪০টি রাজ্য