US Venezuela: আরও কড়া ট্রাম্প! সমুদ্রে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার স্তব্ধ করল মার্কিন বাহিনী

Published : Jan 10, 2026, 10:10 AM ISTUpdated : Jan 10, 2026, 10:19 AM IST
US Venezuela: আরও কড়া ট্রাম্প! সমুদ্রে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার স্তব্ধ করল মার্কিন বাহিনী

সংক্ষিপ্ত

US Venezuela: সমুদ্রে আবারও ভেনেজ়ুয়েলার তেলের ট্যাঙ্কার আটকাল মার্কিন প্রশাসন। জানা যাচ্ছে, মাঝপথ থেকেই তা ফিরে যাচ্ছে। শুক্রবারই, আমেরিকার শীর্ষ তৈল পরিশোধনকারী সংস্থাগুলির সঙ্গে হোয়াইট হাউজে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

US Venezuela: কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের (us attacks venezuela)। ফের একবার তিনি বড় হুঁশিয়ারি দিলেন এবং বুঝিয়ে দিলেন যে, ভেনেজুয়েলার অভ্যন্তরে থাকা তেলের ভাণ্ডারের দখল তাঁর চাইই-চাই (america venezuela conflict)। 

সমুদ্রে ভেনেজ়ুয়েলার তেলের ট্যাঙ্কার আটকাল আমেরিকা

সমুদ্রে আবারও ভেনেজ়ুয়েলার তেলের ট্যাঙ্কার আটকাল মার্কিন প্রশাসন। জানা যাচ্ছে, মাঝপথ থেকেই তা ফিরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমেরিকার অনুমতি ছাড়া ভেনেজ়ুয়েলা থেকে কোনও তেলের ট্যাঙ্কার বাইরে যেতে পারবে না। 

এই নিয়ে পাঁচবার। সমুদ্রে পঞ্চমবারের জন্য ভেনেজ়ুয়েলার তেলের ট্যাঙ্কার আটকাল আমেরিকা। নিঃসন্দেহে ভেনেজ়ুয়েলার অভ্যন্তরে থাকা তেলের ভান্ডারের উপর আধিপত্য আরও জোরদার করতে ভীষণভাবেই আগ্রহী ট্রাম্প প্রশাসন। এই প্রসঙ্গে শুক্রবারই, আমেরিকার শীর্ষ তৈল পরিশোধনকারী সংস্থাগুলির সঙ্গে হোয়াইট হাউজে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তাদেরকে ভেনেজ়ুয়েলায় বিনিয়োগ করতে বলা হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, মার্কিন সংস্থাগুলিকে ভেনেজ়ুয়েলায় বিনিয়োগের সুযোগ দিচ্ছেন ট্রাম্প। কোন কোন সংস্থা সেই দেশের বাজারে প্রবেশ করবে, তা প্রেসিডেন্টই ঠিক করে দেবেন বলে খবর। 

ভেনেজ়ুয়েলাতে মার্কিন তৈল পরিশোধনকারী সংস্থাগুলির বিনিয়োগ

শুক্রবারের গুরুত্বপূর্ণ বৈঠকে, সংস্থাগুলিকে ১০০ কোটি ডলার অর্থাৎ, ভারতীয় মুদ্রায় মোট ৯ লক্ষ কোটি টাকা বিনিয়োগের বার্তা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘‘ভেনেজ়ুয়েলার এই পচে যাওয়া পরিকাঠামো ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। আর সেই পুনর্গঠন করার সুযোগ পাবে একাধিক মার্কিন সংস্থা। সেখানে তেলের উৎপাদন এমনভাবে বৃদ্ধি করতে হবে, যা আগে কখনও হয়নি সেখানে। তবে কোন কোন সংস্থা এই সুযোগ পাবে, সেই সিদ্ধান্ত আমরা নেব।’’

অন্যদিকে, সমুদ্রে ট্যাঙ্কার আটকে দেওয়া প্রসঙ্গে শুক্রবার, ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘‘ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে যৌথভাবে আমেরিকা একটি তেলের ট্যাঙ্কার আটকে রেখেছে সমুদ্রে। কারণ, সেটি অনুমতি ছাড়াই ভেনেজ়ুয়েলা থেকে রওনা দেয়। সেই ট্যাঙ্কার আবার ভেনেজ়ুয়েলাতেই ফেরত পাঠানো হচ্ছে। তবে চুক্তি অনুযায়ী, ঐ তেল এবার বিক্রি করা হবে।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারত আমাকে ভয় পায়', ভাইরাল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডের বিতর্কিত ভিডিয়ো
প্রকাশিত হল বিশ্বের সেরা ১০ শক্তিশালী দেশের তালিকা, প্রথম দশে ভারত কেন নেই?