ট্রফি জয়ের পথে কি ফিরতে পারবে কেকেআর, দেখে নিন প্রিয় দলের আইপিএল ম্যাচের সূচি

  •  ৩১শে মার্চ আইপিএল অভিযান শুরু করছে কেকেআর
  • বিরাট কোহলির ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে তারা
  • প্রথম ম্যাচেই সামলাতে হবে ব্যাঙ্গালোরের মাঠে খেলার চাপ
  • এর আগে ২ বার আইপিএল ট্রফি জিতেছে শাহরুখ খানের দল

Reetabrata Deb | Published : Feb 16, 2020 9:44 AM IST

মার্চের একদম শেষদিন আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ হচ্ছে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচেই সামলাতে হবে ব্যাঙ্গালোরের ছোট বাউন্ডারি এবং বিশাল সংখ্যায় আশা সমর্থকদের চাপ। কিন্তু এই সমস্ত পরিস্থিতি সামলেও আগে ভালো পারফরম্যান্স করেছে কলকাতা। তাই এবারও জিতে টুর্নামেন্টে যাত্রা শুরুর কথা ভাবছেন অনেক সমর্থক। যদিও শেষ মরশুম টা একেবারেই ভালো যায়নি কলকাতার। তাই এবার নিলামে কিছু নতুন ক্রিকেটারকে দলে নিয়েছে কেকেআর। দলে এসেছেন ইয়ন মর্গ্যান ও প্যাট কামিন্স-এর বড়ো নাম। আগেরবার কেকেআরের অতিরিক্ত আন্দ্রে রাসেল নির্ভরতা ভুগিয়েছিল দলকে। এইবার তাই সকলের ওপর সমান দায়িত্ব থাকবে ভালো পারফরম্যান্স করার। তরুণ ব্যাটসম্যান শুভমান গিল এবং অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ কার্তিককে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। তাছাড়া নতুন দলে আশা ক্রিকেটারদের দিকেও তাকিয়ে থাকবে কেকেআর। 

কেকেআরের আইপিএল অভিযান শুরু হচ্ছে ৩১শে মার্চ। নীচে তাদের সম্পূর্ণ ফিক্সচারটি দেওয়া হলো। 
১. বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩১শে মার্চ (অ্যাওয়ে)
২. বনাম দিল্লি ক্যাপিটালস। ৩রা এপ্রিল (হোম)
৩. বনাম চেন্নাই সুপার কিংস। ৬ই এপ্রিল (হোম)
৪. বনাম রাজস্থান রয়েলস। ৯ই এপ্রিল (অ্যাওয়ে)
৫. বনাম  মুম্বই ইন্ডিয়ান্স। ১২ই এপ্রিল (হোম) 
৬. বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ১৬ই এপ্রিল (অ্যাওয়ে)
৭. বনাম দিল্লি ক্যাপিটালস। ১৯শে এপ্রিল (অ্যাওয়ে)
৮. বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। ২৩শে এপ্রিল (হোম)
৯. বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। ২৬শে এপ্রিল (অ্যাওয়ে)
১০. বনাম মুম্বই ইন্ডিয়ান্স। ২৮শে এপ্রিল (অ্যাওয়ে)
১১. বনাম রাজস্থান রয়েলস। ২রা মে (হোম)
১২. বনাম চেন্নাই সুপার কিংস। ৭ই মে (অ্যাওয়ে)
১৩. বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১০ই মে (হোম)
১৪.  বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ই মে (হোম)

Share this article
click me!