Published : Apr 10, 2021, 07:28 PM ISTUpdated : Apr 10, 2021, 11:14 PM IST

গুরুকে মাত দিল শিষ্য, পৃথ্বি ও ধওয়ানের দুরন্ত ইনিংস, সিএসকের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস

সংক্ষিপ্ত

শুরু চেন্নাই সুপার কিংস বনমা দিল্লি ক্যাপিটালসের ম্য়াচ। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ঋষভ পন্থের দল। টস হারলেও, বড় রান করে লক্ষ্যে এমএস ধোনির দল। সিএসকে দলে প্রথম একাদশে রয়েছে রুতুরাজ গায়োকোয়ার, অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, এমএস ধোনি, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়েন ব্রাভো, শার্দুল ঠাকুর ও দীপক চাহার। অপরদিকে দিল্লি দলে রয়েছে, শিখর ধওয়ান, পৃথ্বী শ, অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, মার্কাস স্টয়নিস, শেমরন হেটমায়ার, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, টম কুরান, অমিত মিশ্রা, আবেশ খান। 

গুরুকে মাত দিল শিষ্য, পৃথ্বি ও ধওয়ানের দুরন্ত ইনিংস, সিএসকের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস

11:12 PM (IST) Apr 10

গুরুকে মাত দিল শিষ্য, ৭ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস

আইপিএলে হার দিয়ে শুরু করল ধোনির সিএসকে। অপরদিকে প্রথম ম্যাচেই গুরুর দলকে হারিয়ে যাত্রা শুরু করল শিষ্য পন্থের দিল্লি ক্যাপিটালস। ৭  উইকেটে জয় পেল দিল্লি।

 

/p>

11:09 PM (IST) Apr 10

জয়ের দোরগোরায় আউট স্টয়নিস

জয়ের জন্য বাকি ৩ রান। তখন আউচ হলেন স্টয়নিস। করলেন ১৪ রান।

11:03 PM (IST) Apr 10

আউট শিখর ধওয়ান

৮৫ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলেন শিখর ধওয়ান। ১৭ ওভার শেষে সিএসকের স্কোর ১৭২ রানে ২ উইকেট।

 

 

 

10:47 PM (IST) Apr 10

১৫ ওভার শেষে দিল্লি ১৫১ রানে ১ উইকেট

ধীরে ধীরে জয়ের দোরগোোরায় দিল্লি। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ১৫১ রানে ১ উইকেট।

 

10:39 PM (IST) Apr 10

আউট হলেন পৃথ্বী শ

৩৮ বলে ৭২ রান করে আউট হলেন পৃথ্বি শ। ডোয়েন ব্রাভোর শিার হলেন তিনি।

 

10:31 PM (IST) Apr 10

১২ ওভার শেষে দিল্লি বিনা উইকেটে ১২১

দুরন্ত পার্টনারশিপ শিখর ধওয়ান ও পৃথ্বি শ। ১২ ওভার শেষে স্কোর ১২১ রান বিনা উইকেটে।

 

 

 

10:20 PM (IST) Apr 10

হাফ সেঞ্চুরি গব্বরের

৩৫ব বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন শিখর ধওয়ান। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো তার ইনিংস।

10:19 PM (IST) Apr 10

হাফ সেঞ্চুরি পৃথ্বির

দুরন্ত অর্ধশতরনা করলেন পৃথ্বি শ। ২ বলে করলেন হাফ সেঢঢ্চুরি। ৭টি চার ও দুটি ছয় মারেন পৃথ্বী। ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৯৯।

 

 

 

10:10 PM (IST) Apr 10

৮ ওভার শেষে ৭৫

পার্টনারশিপ চালিয়ে যাচ্ছেন পৃথ্বি ও ধওয়ান। এর মধ্যে একটি জীবনদান পেয়েছেন পৃথ্বি। ৮ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৭৫।

10:00 PM (IST) Apr 10

পাওয়ার প্লে শেষে স্কোর বিনা উইকেটে ৬৫

৬ ওভারের পাওয়ার প্লে শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৬৫। চালকের আসনে ঋষভ পন্থের।

 

 

09:54 PM (IST) Apr 10

শার্দুলের এক ওভারে এল ১৭

পঞ্চম ওভারে শার্দুল ঠাকুরের এক ওভারে এল ১৭ রান। ৪টি চার আসল এই ওভারে। ওয়াংখেড়েতে রাীতিমত পৃথ্বি ও গব্বর ঝড়।

 

 

09:48 PM (IST) Apr 10

দুরন্ত শুরু গব্বর-পৃথ্বী জুটির

প্রথম থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছেন পৃথ্বি শ ও শিখর ধওয়ান জুটি। একের পর এক চার-ছক্কা মেরে চলেছে দিল্লির ওপেনি জুটি। ৪ ওভারে শেষে স্কোর ৪১ রানে ০ উইকেট।

 

 

09:34 PM (IST) Apr 10

প্রথম ওভারেই জোড়া চার

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দীপক চাহরকে একটি করে চার মারেন পৃথ্বী শ ও শিখর ধওয়ান।

 

;

 

09:17 PM (IST) Apr 10

দিল্লিকে ১৮৯ রানের টার্গেট দিল চেন্নাই

শেষে চেন্নাইয়ের হয়ে অনবদ্য ব্য়াটিং করলেন স্যাম কুরান ও রবীন্দ্র জাদেজা। শেষ বলে স্যাম কুরান আউট হলেও ৫১ রানের পার্টনারশিপ করেন দুজন। ৩৪ রান করেন স্যাম কুরান ও ২৬ রান করেন জাদেজা। দিল্লিকে ১৮৯ রানের টার্গেট দিল সিএসকে।

 

 

09:07 PM (IST) Apr 10

দাদাকে পেটাল ভাই

১৯ তম ওভারে টম কারনের বলে ২৩ রান নিল স্যাম কারন। ২টি ছয় ও একটি চার মারেন স্যাম কারন।

 

09:02 PM (IST) Apr 10

১৮ ওভারে সিএসকের স্কোর ১৫৫ রানে ৬ উইকেট

১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১৫৫ রানে ৬ উইকেট।

08:49 PM (IST) Apr 10

শূন্যতে আউট ধোনি

খাতা না খুলেই বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফেরত গেলেন এমএস ধোনি।

 

 

08:45 PM (IST) Apr 10

রান আউট রায়না

১৬ ওভারের শুরুতেই রানআউট রায়না। ৩৬ বলে ৫৪ রান করেন তিনি।

 

 

08:43 PM (IST) Apr 10

১৫ ওভার শেষে সিএসকে ১৩৬ রানে ৪

মাঝে অম্বাচি রায়ডু ২৩ রান করে আউট হয়ে যান। তবে রায়না ও জাদেজা আক্রমণাত্বক ব্যাটিং করছেন। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ১৩৬ রানে ৪ উইকেট।

 

08:35 PM (IST) Apr 10

রায়নার হাফ সেঞ্চুরি

১৩ তম ওভারে নিজের অর্ধশতরান পূরণ করলেন সুরেশ রায়না। ৩২ বলে করলেন হাফ সেঞ্চুরি। ৪টি ছক্কা ও ৩টি চার মারেন তিনি। ১৩ ওভার শেষে সিএসকের স্কোর ১১৭ রানে ৩ উইকেট।

 

 

08:25 PM (IST) Apr 10

অমিত মিশ্রাকে এক ওভারে জো়ড়া ছয় মারলেন রায়না

১২ ওভার শেষে সিএসকের স্কোর ৯৮ রানে ৩। অমিত মিশ্রকে এক ওভারে জোড়া ছয় মারলেন রায়না। ওভারে আসল ১৭ রান।

 

 

08:18 PM (IST) Apr 10

১০ ওভার শেষে সিএসকে ৭১

১০ ওভার শেষে সিএসকের স্কোর ৭১ রানে ৩ উইকেট। ক্রিজে রয়েছেন রায়না-রায়ডু। 

 

08:11 PM (IST) Apr 10

পরপর ২টি ছয় মারার পর আউট মঈন আলি

 নবম ওভারে অশ্বিনকে পরপর দুটি ছয় মারেন মঈন আলি। তৃতীয় বলে রিভার সুইপ মারতে গিয়ে আউট হন আলি।

 

 

08:01 PM (IST) Apr 10

পাওয়ার প্লে শেষে ২ উইকেটে ৩৩ সিএসকে

৬ ওভারের পাওয়ার প্লে শেষে সিএসকের স্কোর ৩৩ রানে ২ উইকেট। ক্রিজে রয়েছেন রায়না-মঈন জুটি।

07:57 PM (IST) Apr 10

পঞ্চম ওভারে অশ্বিনকে জোড়া চার মারলেন রায়না

পঞ্চম ওভারে অশ্বিনকে দুটি চার মারলেন রায়না। ৫ ওভার শেষে সিএসকের স্কোর ৩০ রানে ২ উইকেট।

 

 

 

07:53 PM (IST) Apr 10

চতুর্থ ওভারে মঈন ম্যাজিক

চতুর্থ ওভারে দুটি চার মারলেন মঈন আলি। সিএসকের স্কোর ২ উইকেট ২০ রান।

 

 

07:47 PM (IST) Apr 10

তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের পতন, চাপে সিএসকে

তৃতীয় ওভারে ক্রিস ওকসের শিকার হলেন রুতুরাজ গায়কোয়ার। ৫ রান করে আউট হন তিনি।

&

 

07:42 PM (IST) Apr 10

ক্রিজে এলেন নয়া সিএসকে তারকা মঈন আলি

সিএসকের হয়ে ক্রিজে এলেন  মঈন আলি। ২ ওভার শেষে সিএসকের স্কোর ৭ রানে ১ উইকেট।

07:41 PM (IST) Apr 10

দ্বিতীয় ওভারেই উইকেট হারাল সিএসকে

দ্বিতীয় ওভারেই আউট হলেন সিএসকের তারকা ওপেনার ফাফ ডুপ্লেসি। আবেশ খানের শিকার হন তিনি।

 

 

07:37 PM (IST) Apr 10

প্রথম ওভার শেষ সিএসকের স্কোর বিনা উইকেটে ৫

প্রথম ওভারেই একটি অনবদ্য ৪৪ মারেন সিএসকে তারকা রুতুরাজ গায়কোয়াড়।

07:36 PM (IST) Apr 10

দিল্লির হয়ে ডেবিউ করলেন দুই ইংলিশ তারকা

দিল্লির হয়ে ডেবিউ করলেন ইংল্যান্ডের দুই তারকা।

 

 

07:34 PM (IST) Apr 10

দেখে নিন এক নজরে কী ঘটেছিল টসে

দেখে নিন ধোনি ও পন্থের একসঙ্গে টসের ভিডিও।

 

 

07:33 PM (IST) Apr 10

দুই দলের একাদশ

ম্যাচের শুরুতেই েদখে নিন দুই দলের একাদশ।