আজ আইপিএলের সুপার সানডে। ২০২১ আইপিএলে আজ প্রথম হতে চলেছে জোড়া ম্যাচ। প্রথম ম্যাচেই মেগা ফাইট। বিরাট কোহলির আরসিবির মুখোমুখি ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। একদিকে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি। অপরদিকে প্রথম ম্যাচ সানরাইজার্সের বিরুদ্ধে জিতলেও, দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের কাছে জেতা ম্যাচ হাতছাড়া করেছে কেকেআর। ফলে একদিকে জয়ে ফিরতে মরিয়া মর্গ্যান বাহিনী। অপরদিকে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর কোহলির দল। ম্য়াচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
07:13 PM (IST) Apr 18
১৬৬ রানে শেষ হল কেকেআরের ইনিংস। ৩৮ রানে কেকেআরকে হারাল আরসিবি, লিগ টেবিলের শীর্ষে বিরাট ব্রিগেড
07:09 PM (IST) Apr 18
শেষ ওভারে হার্সল প্যাটেলের বলে আউট হলেন রাসেল। করলেন ৩১ রান। কেকেআরের হার নিশ্চিৎ।
07:08 PM (IST) Apr 18
মহম্মদ সিরাজের ওভারে ৪ বল পরপর ডট খেলেন রাসেল। ওভারে এল ১ রান।
07:03 PM (IST) Apr 18
আউট কামিন্স, ২ ওভারে কেকেআরের দরকার ৪৪ রান। রাসেল ম্য়াজিকের অপেক্ষায় কেকেআর।
07:00 PM (IST) Apr 18
২৬ রান করে জেমিসনের বলে আউট হলেন শাকিব আল হাসান। আরও কঠিন হল কেকেআরের টার্গেট।
06:56 PM (IST) Apr 18
চাহলকে ১ ওভারে ২০ রান মারল রাসেল। ৩ ওভারে দরকার ৫৯।
06:43 PM (IST) Apr 18
১৫ ওভার শেষে কেকেআর ১২১। ৩০ বলে দরকার ৮৪ রান।
06:36 PM (IST) Apr 18
আউট ইয়ন মর্গ্যান। ২৯ রান করে হার্সল প্যাটেলের বলে আউট হলেন তিনি।
06:33 PM (IST) Apr 18
১৩ তম ওভারে ম্যাক্সওয়েলকে জোড়া ছক্কা মারলেন শাকিব ও মর্গ্যান। ১৩ ওভারে শেষে কেকেআর ১১২ রানে ৪ উইকেট।
06:26 PM (IST) Apr 18
১১ ওভার শেষে কেকেআর ৯৩ রানে ৪ উইকেট। ম্য়াক্সওয়েলকে একটি বিশাল ছক্কা মারেন মর্গ্যান।
06:15 PM (IST) Apr 18
ফের ব্যর্থ দীনেশ কার্তিক। চাহলের বলে ২ রান করে আউট হলেন তিনি। কেকেআর ৭৪ রানে ৪ উইকেট।
06:13 PM (IST) Apr 18
৮ ওভার শেষে কেকেআর ৭৩ রানে ৩ উইকেটে। ব্য়াট করছেন মর্গ্যান ও ডিকে।
06:06 PM (IST) Apr 18
১৮ রান করে চাহলের বলে আউট হলেন নীতিশ রানা। কেকেআর ৬৬ রানে ৩ উইকেট।
06:00 PM (IST) Apr 18
আউট ত্রিপাঠি, পাওয়ার প্লে শেষে কেকেআর ৫৭ রানে ২ উইকেট। ২৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন রান। ৬ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৫৭।
05:55 PM (IST) Apr 18
পঞ্চম ওভারে সিরাজকে দুটি চার মারলেন ত্রিপাঠি। কেকেআর ৪ রানে ১ উইকেট।
05:49 PM (IST) Apr 18
৪ ওভার শেষে ৩৬ রানে ১ উইকেট কেকেআর। ব্যাট করছেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠি।
05:42 PM (IST) Apr 18
প্রথম বলেই চার মারলেন রাহুল ত্রিপাঠি। ২ ওভার শেষে কেকেআর ২৭।
05:41 PM (IST) Apr 18
জেমিসনকে দ্বিতীয় ওভারে পরপর দুটি ছয় মারার পর তিন নম্বর ছয় মারতে গিয়ে আউট গিল।
05:34 PM (IST) Apr 18
প্রথম ওভারে চার মারলেন শুভমান গিল। এক ওভার শেষে কেকেআর ৭।
05:16 PM (IST) Apr 18
ম্য়াক্সওয়েল ও ডিভিলিয়ার্সের অনবদ্য ইনিংসের সৌজন্যে কেকেআরকে ২০৫ রান টার্গেট দিল আরসিবি।
05:15 PM (IST) Apr 18
শেষ ওভারে রাসেলকে তুলোধনা করলেন ডিভিলিয়ার্স। ৩৪ বলে ৭৬ রানের বিধ্বংসসী ইনিংস খেললেন তিনি।
05:12 PM (IST) Apr 18
১৯ ওভারে শেষে আরসিবি ১৮৩। চলছে এবিডির তাণ্ডব।
05:10 PM (IST) Apr 18
ঝড়ো অর্ধশতরান ডিভিলিয়ার্সের। ২৭ বলে করলেন ৫০।
05:05 PM (IST) Apr 18
১৮ ওভার শেষে ১৬৫ রানে ৪ উইকেট আরসিবি। রাসেলকে এক ওভারে একটি ছয় ও দুটি চার মারলেন ডিভিলিয়ার্স।
05:00 PM (IST) Apr 18
৪৯ বলে ৭৮ রান করে আউট হলে ম্য়াক্সওয়েল। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। প্যাট কামিন্স নিলেন উইকেট।
04:50 PM (IST) Apr 18
১৫ ওভার শেষে ১৩৪ রানে ৩ উইকেট আরসিবি। বরুণ চক্রবর্তী ওভারে ২টি চার মারলেন এবিডি ও একটি বিশাল ছক্কা মারলেন ম্য়াক্সওয়েল।
04:44 PM (IST) Apr 18
১৪ ওভার শেষে আরসিবি ১১৭। ব্যাট করছেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স।
04:33 PM (IST) Apr 18
১২ ওভার শেষে আরসিবি ১০১ রানে ৩ উইকেট
04:28 PM (IST) Apr 18
আউট দেবদূত পাড়িকল। প্রসিদ্ধ কৃষ্ণার বলে ২৫ রান করে আউট হলেন তিনি।
04:22 PM (IST) Apr 18
১০ ওভার শেষে ৮৪ রানে ২ উইকেট আরসিবি। ৭৫ রানের পার্টনারশিপ ম্য়াক্সওয়েল ও পাড়িকলের।
04:17 PM (IST) Apr 18
২৮ বলে হাফ সেঞ্চুরি করলেন ম্য়াক্সওয়েল। ২টি ছয় ও ৬টি চার মারলেন তিনি।
04:13 PM (IST) Apr 18
৮ ওভার শেষে ৬৭ রানে ২ উইকেট আরসিবি। একের পর এক বড় হিট করছেন ম্যাক্সওয়েল। ২৪ বলে ৪২ নট আউট ম্যাক্সওয়েল।
03:58 PM (IST) Apr 18
পাওয়ার প্লে শেষে আরসিবি ৪৫ রানে ২ উইকেট।
03:57 PM (IST) Apr 18
শাকিবের এক ওভারে ১৭ রান নিল ম্যাক্সওয়েল। একটি ৬ ও দুটি ৪ মারেন ম্য়াক্সি।
03:48 PM (IST) Apr 18
৪ ওভার শেষে আরসিবি ১৯ রানে ২ উইকেট
03:45 PM (IST) Apr 18
দ্বিতীয় ওভারে জোড়া উইকেট বরুণের, আউট বিরাট ও পাতিদার ।
03:34 PM (IST) Apr 18
প্রথম ওভারেই হরভজনের বলে চার মারলেন বিরাট। এক ওভার শেষে আরসিবি ৬
03:28 PM (IST) Apr 18
খোশ মেজাজে দুই অধিনায়ক
;
03:27 PM (IST) Apr 18
কেকেআর বনাম আরসিবির, দুই দলের সম্ভাব্য একাদশ।
03:26 PM (IST) Apr 18
টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত আরসিবি অধিনায়ক বিরাট কোহলির।