দুবাইতে কেকেআর-সিএসকে মহারণ, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত এমএস ধোনির

  • আজ আইপিএলে সিএসকে বনাম কেকেআর
  • দুবাই ইন্টার ন্যাশানা স্টেডিয়ামে হবে এই ম্যাচ
  • শেষ চারে যাওয়ার জন্য জয় দরকার নাইটদের
  • অন্যদিকে ধোনির দলের কাছে সম্মান রক্ষার লড়াই
     

Sudip Paul | Published : Oct 29, 2020 1:37 PM IST / Updated: Oct 29 2020, 07:08 PM IST

আজ আইপিএলের ডু অর ডাই ম্য়াচে দুবাইতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলের একেবারে শেষ আট নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। প্রতিযোগিতা থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে লিগ টেবিলের ৫ নম্বর স্থানে রয়েছে কেকেআর। শেষ চারে পৌছতে হলে এই ম্যাচ জিততেই হবে ইয়ন মর্গ্যানের দলের। তাই আজ সিএসক-কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ নাইটরা। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। ডিইয়ের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত নেন মাহি।

শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হারের পর আজ সাবধানী কেকেআর। আজ কেকেআরের ব্যাটিং লাইআপে থাকছে রাহুল ত্রিপাঠী, শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন সুনীল নারিন। এছাড়া বোলিং লাইনআপে থাকছেন প্যাট কামিন্স, লকি ফার্গুসন, রিঙ্কু সিং, কমলেশ নাগোরকোটি ও বরুণ চক্রবর্তী। দলের ধারাবাহিকতা নিয়ে কিছু সমস্যা থাকলেও, আজ সিএসকের ম্যাচ জিততে বদ্ধপরিকর ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Latest Videos

অপরদিকে আরসিবির মত গ্রুপ টেবিলের উপরের দিকে থাকা দলকে শেষ ম্য়াচে হারিয়ে আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে চেন্নাই সুপার কিংসের। আজ কেকেআরের বিরুদ্ধে সিএসকের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকছে রাজু গায়কোয়াড়, শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, এমএস ধোনি, নারায়ন জগদিশান। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন স্যাম কুরান ও রবীন্দ্র জাদেজা। বোলিং লাইনআপে থাকছেন মিচেল স্যান্টনার, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, করণ শর্মা। ফলে আজ দুবাইতে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today