IPL 2020- KKR VS RR- টসে জিতে ফিল্ডিং নিল রাজস্থান, দেখে নিন প্রথম একাদশ

Published : Sep 30, 2020, 07:12 PM ISTUpdated : Sep 30, 2020, 08:39 PM IST
IPL 2020- KKR VS RR- টসে জিতে ফিল্ডিং নিল রাজস্থান, দেখে নিন প্রথম একাদশ

সংক্ষিপ্ত

দুবাই-এ আজ কড়া চ্যালেঞ্জের মুখে কলকাতা শাহরুখ খানের দলের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস দুবাই-এ আইপিএল ২০২০-এর এই ম্যাচে জোর টক্করের সম্ভাবনা গত ম্যাচে জয়ী হয়েছে কলকাতা, রাজস্থানও এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে  

দুবাই-এ আইপিএল ২০২০-র ম্যাচ আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান । কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে। রাজস্থানও দিয়েছে এক রুদ্ধশ্বাস জয়ের উন্মাদনা। শুধু তাই নয় পরে ব্যাটিং নিয়ে রান তাড়া করে জয়ে আইপিএল-এ ইতিহাস তৈরি করেছে রাজস্থান। 

 

একজনজরে প্রথম একাদশ- রাজস্থান রয়্যালস- স্টিভ স্মিথ, জোস বাটলার, সঞ্জু স্যামসন, রবীন উত্থাপা, রাহুল তেওয়াটিয়া, আর পরাগ, টি কুরান, এস গোপাল, জোফ্রা আর্চার, অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকট 

 

একনজরে প্রথম একাদশ- কলকাতা নাইট রাইডার্স- শুভমন গিল, এস নারিন, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, কেদার যাদব, কমলেশ নাগরাকোটি, বরুণ চক্রবর্তী

 

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত