শারজায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়ার্নারের,মুম্বই-হায়দরাবাদ ম্যাচে নির্ধারিত হবে কেকেআরের ভাগ্য

  • আইপিএলে আজ হায়দরাবাদের মুখোমুখি মুম্বই
  • প্লে অফে যেতে গেলে জয় দরকার সানরাইজার্সের
  • অপরদিকে হায়দরাবাদ হারলে প্লে অফে কেকেআর
  • গ্রুপ লিগের শেষ ম্যাচ জিততে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্সও
     

আজ আইপিএলের গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। শারজায় এই ম্যাচ থেকেই নির্ধারিত হবে এবারের আইপিএলের প্লে অফের চতুর্থ দল। ইতিমধ্যেই লিগ টপার হিসেবে প্লে অফে পৌছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ চারে যেতে গেলে মুম্বইকে হারাতেই হবে ডেভিড ওয়ার্নারের দলকে। আর মুম্বই জিতলেই প্লে অফে যাওয়ার রাস্তা পরিস্কার হয়ে যাবে কেকেআরের। এদিন ফিট হয়ে দলে ফেরেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রান চেজে ডিউয়ের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত ওয়ার্নারের।

আজকের মরণ বাঁচন ম্যাচে নিজেদের সেরা শক্তি নিয়েই ঝাঁপাতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বইয়ের মত শক্তিশালী দলকে যথেষ্ট সমীহ করছে হায়দরাবাদ। তাই যথেষ্ট সাবধানী ডেভিড ওয়ার্নারের দল। সানরাইজার্সের ব্যাটিং লাইনআপে থাকছেন ডেভিড ওয়ার্নার, ঋদ্ধমিনা সাহা, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, আবদুল সামাদ। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন জেসন হোল্ডার। বোলিং লাইনআপে থাকছেন দুরন্ত ফর্মে থাকা রাশিদ খান ও সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, টি নটরাজন। নিজেদের সেরাটা উজার করে দিয়ে এই ম্যাচ জিততে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।
 
গোটা প্রতিযোগিতায় দুরন্ত পারফরমেন্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। চোট সারিয়ে রোহিত শর্মা ফেরায় স্বস্তি ফিরেছে মুম্বই শিবিরে। আজ মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে থাকছেন রোহিত শর্মা, কুইন্টন ডিকক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ক্রুণাল পান্ডিয়া। বোলি লাইআনআপে থাকছেন ন্যাথান কুল্টারনাইল, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, ধবল কুলকার্নি। মুম্বইয়ের কাছে এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও, হালকাভাবে নিতে নারাজ কায়রন পোলার্ডের দল। শেষ ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চাইছে চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today