শনিবার আইপিএলের দ্বিতীয় মেগা ম্যাচে মাঠে নামছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। গতবার আইপিএল সিএসকের ১৩ বছরের ইতিহাসে সব থেকে খারাপ গিয়েছে। প্রথমবার শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি ধোনির দল। ব্যাট হাতেও ছন্দে ছিলেন না মাহি। এবার সিএসকের গরিমা পুনরুদ্ধার করতে মরয়া সিএসকে শিবির। অপরদিকে প্রতিযোগিতার শুরুকেই অধিনায়ক শ্রেয়স আইয়র চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া, তারপর অক্ষর প্যাটেলের করোনা আক্রান্ত হওয়া। এই পরিস্থিতিতে তরুণ অধিনায়ক ঋষভ পন্থের নেতৃত্বে প্রথমবার আইপিএল ট্রফি জয় করতে বদ্ধপরিকর দিল্লি ক্যাপিটালস।

04:23 PM (IST) Apr 10
ম্যাচের আগে শেষ অনুশীলনের ছবি শেয়ার করল দিল্লি ক্যাপিটালস।
03:04 PM (IST) Apr 10
ম্যাচের আগে কঠিন অনুশীলন সারল সিএসকে।
03:02 PM (IST) Apr 10
আইপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে মুখোমুখি ধোনি ও পন্থ।
03:00 PM (IST) Apr 10
ম্যাচের আগে কঠোর অনুশীলন দিল্লি ক্যাপিটালসের। দেখুন ভিডিও।
11:15 AM (IST) Apr 10
ম্যাচের জন্য প্রস্তুত সিএসকে। ছবি শেয়ার ধোনি, ব্রাভো, রায়নাদের।
11:12 AM (IST) Apr 10
ম্য়াচের আগে শেষ মুহূর্তের শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সিএসকে। ব্যাট হাতে ঝড় তুললেন ধোনি ও সিএসকে।
11:07 AM (IST) Apr 10
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কী জানালেন কোচ রিকি পন্টিং ও অধিনায়ক ঋষভ পন্থ।
11:04 AM (IST) Apr 10
আজ আইপিএলে আজ ধোনি বনাম পন্থ দ্বৈরথ। গুরু-শিষ্যের লড়াই ঘিরে চড়ছে পারদ।
10:33 AM (IST) Apr 10
বল হাতে হার্শল প্য়াটেলের ৫ উইকেটে ও ব্যাট হাতে এবি ডিভিলিয়ার্সের ৪৮ রানের ম্যাচ উইনিং ইনিংস। দুইয়ের সৌজ্যন্যে আইপিএল ২০২১ এর প্রথমেই রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্য়াচে প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৪৯ রান করে ক্রিস লিন। রান তাড়া করতে নেমে কোহলি ৩২ ও ম্যাক্সওয়েল ৩৯ রান করে। শেষে চাপের মধ্যে দলের হয়ে জয়সূচক ইনিংস খেলেন এবিডি।
09:30 PM (IST) Apr 09
ডেথ ওভার বোলিং সবসময় সমস্যা রয়েছে আরসিবির। কিন্তু ২০২১ আইপিএলের শুরুতে ডেথ ওভারে অনবদ্য বোলিং করলেন হার্সল প্য়াটেল। একাই নিলেন ৫ উইকেট। ম্যাচ জিততে আরসিবির দরকার ১৬০ রান।
09:27 PM (IST) Apr 09
আইপিএলের প্রথম ম্য়াচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ম্য়াচ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একমাত্র ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্রিস লিন। আরসিবির হয়ে ৫ উইকেট নিয়ে দুরন্ত বোলিং করেন হার্সল প্যাটেল। ১৫৯ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস।
06:58 PM (IST) Apr 09
আরসিবির বিরুদ্ধে নামার আগে কী বার্তা দিসেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা ইশান কিষাণ।
06:56 PM (IST) Apr 09
আরসিবির বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স পল্টন।
06:55 PM (IST) Apr 09
ম্যাচের আগে যুদ্ধেরল জন্য প্রস্তুতি নিচ্ছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।
06:52 PM (IST) Apr 09
ম্য়াচের আগে আরসিবিকে পেপ টক দিলেন অধিনায়ক বিরাট কোহলি।
06:51 PM (IST) Apr 09
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির সর্বোচ্চ স্কোর জেনে নিন এক নজরে।
06:50 PM (IST) Apr 09
ওয়াশিংটন সুন্দর বনাম রোহিত শর্মার মুখোমুখি পরিসংখ্যান।
01:04 PM (IST) Apr 09
ম্য়াচের আগে দলের হয়ে গলা ফাটালেন বিরাট সহ গোট আরসিবি দল, দেখুন ভিডিও
01:00 PM (IST) Apr 09
আজ আইপিএলের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে নিজের দল সম্পর্কে তথ্য দিলেন রোহিত শর্মা
10:15 AM (IST) Apr 09
আজ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২১। মুখোমুখি মুম্বই ও বেঙ্গালুরু। আইপিএল শুরুর আগে দেখুন মজাদার বিজ্ঞাপন।
10:12 AM (IST) Apr 09
ম্যাচের আগে কঠিন অনুশীলন আরসিবি-র। রোহিতের দলকে টক্কর দিতে প্রস্তুত বিরাটের দল।
10:09 AM (IST) Apr 09
ম্যাচের আগে কঠিন অনুশীলন মুম্বই ইন্ডিয়ান্সের, ভিডিও শেয়ার করল ফ্র্যাঞ্চাইজি
10:04 AM (IST) Apr 09
আজ আইপিএলের প্রথম ম্যাচ। ট্যুইট মুম্বই ইন্ডিয়ান্সের।
06:22 PM (IST) Apr 08
শুক্রবার আইপিএলের প্রথম ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে বিরাটের আরসিবি। তার আগে একান্ত সাক্ষাৎকার প্রথম বাবা হওয়ার অনুভূতি থেকে বায়ো বাবলের যন্ত্রণা সব কিছুই অকপট জানালেন বিরাট কোহলি।
&
04:40 PM (IST) Apr 08
বিরাট কোহলির দলের সমর্থক বিশ্বের দ্রুতম মানব উইসেন বোল্ট। আরসিবির জার্সি পড়ে ছবি শেয়ার করলেন তিনি।
;
02:58 PM (IST) Apr 08
প্রথম ম্য়াচে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত আরসিবি। দেখুন বিরাটদের অননুশীলনের ভিডিও।
01:23 PM (IST) Apr 08
৯ তারিখ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি ও মুম্বই। প্রথম ম্য়াচের আগে সামনে এল মজাদার গান।
12:05 PM (IST) Apr 08
আইপিএলে প্রথম ম্য়াচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি। বিরাট-রোহিত দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ।
12:01 PM (IST) Apr 08
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২১। করোনা আবহে মোট ৬টি শহরের স্টেডিয়ামে পুরো প্রতিযোগিতা। কলকাতা, মুম্বই, মোতেরা, দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুরু। প্রথম ম্য়াচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির আরসিবি। প্রতীক্ষার প্রহর গুনছে গোটা দেশ।