Match Prediction- ধোনির অভিজ্ঞতা না শ্রেয়স আইয়েরের তারুণ্য, শারজায় কে করবে বাজিমাত

  • আজ আইপিএলের ফের মুখোমুখি দিল্লি ও চেন্নাই
  • প্রথম পর্বে  দুই দলের সাক্ষাতে জয় পেয়েছিল দিল্লি
  • আজ শারজায় বদলা নিতে মরিয়া এমএস ধোনির দল
  • ফের জয়ের বিষয়ে আত্মবিশ্বসী শ্রেয়স আইয়রের দল
     

আজ আইপিএলের দ্বিতীয় ডবল হেডারে মুখোমুখি চেন্নাই সুপার কিংস  ও দিল্লি ক্যাপিটালস। শারজায় মুখোমুখি হতে চলেছে এই দুই দল। প্রথম সাক্ষাতে এমএস ধোনির দলকে ৪৪ রানে হারিয়েছিল শ্রেয়স আইয়রের দল। তাই দ্বিতীয় লেগে জিততে মরিয়া চেন্নাই সুপার কিংস। এমনিতেও কোয়ালিফায়ারে পৌছতে হলে চেন্নাইয়ের এই ম্যাচ থেকে জয় অবশ্যই দরকার। শেষ ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে জয়ে ফিরেছে সিএসকে। বর্তমানে লিগ টেবিলে ৮ ম্যাচে ৩ জয়ের সৌজন্যে ৬ পয়েন্ট নিয়ে  ষষ্ঠ স্থানে রয়েছে এমএস ধোনির দল। ব্যাটিং লাইনআপে ফাফ ডুপ্লেসি দুরন্ত ফর্মে ছিলেন। তাছাড়া রানে ফিরেছেন ওয়াটসন, রায়়ডুরা। ধীরে ধীরে ছন্দে ফিরছেন ধোনিও। অলরাউন্ডার হিসেবে দুরন্ত ব্যাটিং করছেন স্যাম কুরান ও রবীন্দ্র জাদেজা। বল হাতেও পারফর্ম করছেন দীপক চাহার, শার্দুল ঠাকুর, করণ শর্মা, ডোয়েইন ব্রাভোরা। ভালো বোলিং করছেন স্যাম কুরান ও জাদেজাও। তাই দিল্লির মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রেখে লিগ টেবিলের উপরে উঠতে মরিয়া চেন্নাই সুপার কিংস। 

Latest Videos

অপরদিকে প্রতিযোগিতায় নিজেদের আইপিএল ইতিহাসের সেরা ফর্মে রয়েছে দিল্লির দল। প্রথম আটটি ম্যাচের মধ্যে ৬টিতে জিতে মুম্বইয়ের সঙ্গে লিগ টপার হওয়ার অন্যতম দাবিদার শ্রেয়স আইয়রের দল। মাঝে একটি ম্যাচ মুম্বইয়ের কাছে হারলেও, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের ছন্দে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। দলে ব্যাটিং লাইনআপে ফর্মে রয়েছেন সব ব্যাটসম্যানই। প্রত্যেকেসপ্রতিদিন রান না পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সব ব্যাটসম্যানরা তাদের অবদান রেখেছেন। রানের মধ্যে রয়েছেন পৃথ্বী শ, শিখর ধওয়ান, শ্রেয়স আইয়র, মার্কাস স্টয়নিসরা। একমাত্র শেষ দু ম্যাচে রান পাননি অজিঙ্কে রাহানে। ঋষভ পন্থ ফিট হয়ে গেলে তিনি অজিঙ্কে রাহানের জায়গায় দলে ফিরবেন। সেক্ষেত্রে দলে অ্য়ালেক্স ক্যারের জায়গায় ফের সুযোগ পেয়ে যাবেন শেমরন হেটমায়ার। তিনিও ছন্দেই চিলেন। অপরদিকে বোলিং লাইনআপেও দুরন্ত পারফর্ম করছেন রবি অশ্বিন, অ্যাক্সর প্যাটেল, কাগিসো রাবাডা ও আনরিখ নর্ৎজেরা। ফলে চেন্নাইকে ফের হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস দল। 

পিচ ও ওয়েদার রিপোর্ট-
শারজার পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে এনিয়ে কারও কোনও সন্দেহ নেই। মাঠের ছোট বাউন্ডারি ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য বলা চলে। কিন্তু শেষ কিছু ম্য়াচে স্পিনাররা সুবিধা পেয়েছে শারজার উইকেটে। কারণ যত প্রতিযোগিতা এগোচ্ছে পিচ একটু স্লো হচ্ছে। শারজার তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে। বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তিও। 

ম্যাচ প্রেডিকশন-
দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচার করলে ধোনির চেন্নাই সুপার কিংসের থেকে অনেকটাই এগিয়ে শ্রেয়স আইয়রের দিল্লি ক্যাপিটালস। শারজায় বেশ কয়েকটি ম্যাচ জিতেছে দিল্লি। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আজ শারজায় আরও একবার সিএসকে-কে হারিয়ে জয়ী হতে চলেছে দিল্লি ক্যাপিটালস।

Share this article
click me!

Latest Videos

উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News