Match Prediction- আইপিএলে ডেভিড ওয়ার্নার ও শ্রেয়স আইয়র দ্বৈরথ, জয়ে ফিরতে মরিয়া দুই দল

  • আজ আইপিএলে মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ
  • দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ
  • ম্যাচ জিতে প্রথম দুইয়ে থাকতে মরিয়া শ্রেয়স আইরের দল
  • অপরদিকে কার্যত সম্মান রক্ষার লড়াই ডেভিড ওয়ার্নারের দলের
     

Sudip Paul | Published : Oct 27, 2020 6:17 AM IST / Updated: Oct 27 2020, 11:51 AM IST

আজ আইপিএলে মুখোমুখি একদিকে লিগ টেবিলের ২ নম্বর স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ও লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ। প্রতিযোগিতার প্রথম পর্বে দুরন্ত ছন্দে থাকলেও, দ্বিতীয় পর্বে এসে কিছুটা হলেও ছন্দ পতন হয়েছে শ্রেয়স আইয়রের দলের। শেষ দুটি ম্যাচে হেরে তারা আজ সানরাইজার্সের বিরুদ্ধে নামতে চলেছে। বর্তমানে গ্রুপ টেবিলের প্রথম তিন দল মুম্বই, দিল্লি ও ব্যাঙ্গালোরের পয়েন্ট ১১ ম্যাচে ১৪। ফলে আর অঘটন ঘটলেই দিল্লিকে হারাতে হতে পারে প্রথম দুইয়ে থাকার সুযোগ। তাই আজ সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক ধওয়ান, পৃথ্বী, শ্রেয়স, রাবাডা, অশ্বিনরা। তবে ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস। 

অপরদিকে, শেষ চারে যাওয়ার আশা কার্যত শেষ সানরাইজার্স হায়দরাবাদের। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নেরর দল। যদিও অনেক জটিল অঙ্কের বিচারে শেষ চারের যাওয়ার আশা কিঞ্চিত থাকলেও, তা দুঃসাধ্যই বলা চলে। তবে নিজেদের শেষ তিনটি ম্যাচ জিততে চাইছে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। আজ দুবাইতে দিল্লি কঠিন প্রতিপক্ষ তা ভাল করেই জানেন বেয়ারস্টো,ওয়ার্নার, মণীশ পাণ্ডে, রাশিদ খানরা। তবে মপসুমের শেষ তিন ম্যাচ ধরে নিয়েই নিজেদের উজার করে দিয়ে দিল্লির বিরুদ্ধে জয় পেতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।

পিচ ও ওয়েদার রিপোর্ট-
প্রতিযোগিতার প্রথম থেকেই দুবাইয়ের উইকেট ব্যাটিং সহায়ক। তবে অনেক ম্যাচ হওয়ায় উইকেট একটু স্লো হয়েছে। যার ফলে স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবে। রান চেজ করা বর্মনা উইকেটে একটু অসুবিধার হতে পারে। তাই প্রথমে ব্যাট করাই লাভজনক মনে করা হচ্ছে। অপরদিকে, আজ দুবাইয়ের আবহাওয়ার বলছে তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে। বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।

ম্যাচ প্রেডিকশন-
দুই দলেই রয়েছে একাধিক ম্যাচ উইনার। তবে এবারের আইপিএলে একেবারেই ভাল যায়নি ডেভিড ওয়ার্নারের দলের। অপরদিকে, শেষ দুটি ম্যাচ হারলেও এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছে দিল্লি। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আজকের ম্যাচ জিতততে চলেছে দিল্লি ক্যাপিটালস।

Share this article
click me!