Match Prediction- জয়ে ফিরতে মরিয়া কেকেআর, শীর্ষে উঠতে বদ্ধপরিকর মুম্বই, আবুধাবিতে কে হাসবে শেষ হাসি

  • আজ ফিরতি লিগে মুখোমুখি কলকাতা ও মুম্বই
  • প্রথম পর্বে মুম্বই ইন্ডয়ান্সের কাছে হারতে হয়েছিল নাইটদের
  • দ্বিতীয় পর্বে সেই হারের বদলা নিতে মরিয়া দীনেশ কার্তিকের দল
  • অপরদিকে কেকেআরকে ফের হারিয়ে শীর্ষে উঠতে বদ্ধপরিকর মুম্বই
     

Sudip Paul | Published : Oct 16, 2020 7:24 AM IST

আজ আঐইপিএলে দ্বিতীয় লেগে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে চলেছে এই মেগা ফাইট। মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচে লিগ টপে থাকা দিল্লিকে হারিয়ে কেকেআরের বিরুদ্ধে নামছে। অপরদিকে শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে নাইটদের। প্রথম পর্বের সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল কেকেআরকে। ৪৯ রানে হারতে হয়েছিল নাইটদের। আজ দ্বিতীয় পর্বের সাক্ষাতে রোহিত শর্মার দলকে হারাতে মরিয়া দীনেশ কার্তিকের দল। অপরদিকে দুরন্ত ফর্মে থাকা মুম্বই ফের নাইটদের বিরুদ্ধে বাজিমাত করার বিষয়ে আত্মবিশ্বাসী।

বর্তমানে ৭ ম্যাচে ৫ জয়ের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার দল। আজ কেকেআরকে হারাতে পারলেই ফের শীর্ষে উঠে যাবে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং-বোলিং বিভাগের সঠিক সামঞ্জস্যই প্রধান শক্তি চারবারের আইপিএল চ্য়াম্পিয়নদের। ব্যাটিং লাইন আপে শেষ ম্যাচে রান না পেলেও ফর্মে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রানের মধ্যে রয়েছেন অপর ওপেনাপ কুইন্টন ডিককও। এছাড়া মিডল অর্ডারে স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। নিয়মিত রান করছেন ইশান কিষাণও। লোয়ার অর্ডারে হার্ড হিটিংয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও কায়রন পোলার্ড। প্রথম কিছু ম্যাচে ধাবাবাহিকতার অভাব থাকলেও, বোলিং লাইনআপের স্পিন বিভাগে এখন দলকে ভরসা দিচ্ছেন ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহার জুটি। পেস বিভাগে কার্যত আগুন ঝড়াচ্ছেন বোল্ট-বুমরা-প্যাটিনসন ত্রয়ী। ফলে আজ ম্যাচ জিতে ফের লিগ শীর্ষে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স দল। 

অপরদিকে, দল ছন্দে থাকলেও, শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৯২ রানের বড় ব্যবধানে হার কিছুটা ধাক্কা দিয়েছে কেকেআর শিবিরকে। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া দীনেশ কার্তিকের দল। একইসঙ্গে আজ জিতলে আরসিবিকে সরিয়ে তৃতীয় স্থানে যাওয়ারও একটা হাতছানি রয়েছে নাইটদের কাছে। তবে এখনও দলে বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলি দ্রুত কাটিয়ে উঠতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয় জুটি নিয়ে সমস্যা একটা রয়েছে দলে। শুভমান গিলের সঙ্গে এখনও স্থায়ী ওপেনার তৈরি করতকে পারেনি টিম। কখনও নারিন, কখনও রাহুল ত্রিপাঠী, শেষ ম্যাচে আবার টম ব্য়ান্টনকে পাঠিয়েছিল দল। মিডল অর্ডারে রানের মধ্যে থাকলেও ধারবাহিকতার অভাব রয়েছে নীতিশ রানা, দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যানদের মধ্যে। পাশাপাশি দলের সবথেকে বড় দুশ্চিন্তা হল আন্দ্রে রাসেলের অফ ফর্ম। বোলিং লাইনআপে তাও দলকে ভরসা দিচ্ছেন প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগরকোটি, সুনিল নারিনরা। কিন্তু পরিস্থিতি যাই থাক আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম পর্বের হারের বদলা নিতে ও জয়ে ফিরতে মরিয়ে কেকেআর। 

পিচ ও ওয়েদার রিপোর্ট-
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক হতে চলেছে। এখানে এখনও পর্যন্ত যেই দল রান চেজ করেছে তারাই বেশি জয় পেয়েছে।  কিন্তু মাঠ বড় হওয়ার জন্য স্পিনার একটু বাড়তি সুবিধা পেতে পারে। তবে প্রথম ব্যাটিং করে ১৭০ ওপরে স্কোর করতে পারলে তা রান চেজ করার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হবে।  আবুধাবির তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তিও। তব ডিউ কোনও সমস্যা হবে না এই ম্যাচে।

ম্যাচ প্রেডিকশন-
আইপিএলের প্রথম পর্বের খেলায় দুরন্ত ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে অপেক্ষাকৃত ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে কেকেআর দলে। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তির তুল্যমূল্য বিচার করলেও, কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে রোহিত শর্মার দলকে। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আজ আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জয় পাওয়ার সম্ভাবনাই বেশি। 

 

Share this article
click me!