দলে একাধকি পরিবর্তনের সম্ভাবনা, দেখে নিন কেকেআর বনাম সিএসকে ম্য়াচের সম্ভাব্য একাদশ

  • আজ আইপিএলে মুখোমুখি দুই ঠান্ডা মাথার অধিনায়ক
  • একদিকে চেন্নাই সুপার কিংসের এমএস ধোনি
  • অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের ইয়ন মর্গ্যান
  • দুই দলের ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ
     

Sudip Paul | Published : Apr 21, 2021 8:12 AM IST / Updated: Apr 21 2021, 02:28 PM IST

আজ আইপিএলের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। এমএস ধোনি ও ইয়ন মর্গ্যান দুই ঠান্ডা মাথার অধিনায়কের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে পরপর দুটি ম্যাচ হেরে চাপে রয়েছে ইয়ন মর্গ্যানের কেকেআর। অপরদিকে পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে মাহির সিএসকে। ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-
প্রথম ম্যাচ হারের পর টানা দুটি ম্যাচ জিতে যেন পুরোনো ছন্দ খুঁজে পেয়েছে চেন্নাই সুপার কিংস। ফলে কেকেআরের বিরুদ্ধে নামার আগে ধোনির দলে একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সিএসকের ব্যাটিং লাইনআপে থাকছেন রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ডোয়েইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান। মইন আলিও বল করছেন ও উইকেট পাচ্ছেন। স্পেশালিস্ট বোলার হিসেবে থাকছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার।

কেকেআরের সম্ভাব্য একাদশ-
টানা ২ ম্য়াচ হেরে অনেকটা কোণঠাস হয়ে পড়েছে কেকেআর। প্রশ্ন উঠতে শুরু করেছে ইয়ন  মর্গ্যানের অধিনায়কত্ব নিয়েও। তাই আজকের ম্যাচে কেকেআর দলে একাধক পরিবর্তন হওয়ার সম্ভাবনা। দলে শাকিবের জায়গায় ফিরতে পারেন সুনীল নারিন ও হরভজন সিংয়ের জায়গায় সুযোগ পাবেন শিবম মাভি। কেকেআরের প্রথম একাদশ অনেক এরকম হতে চলেছে। ব্যাটিং লাইনআপে নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক ( উইকেট রক্ষক)। অল রাউন্ডারের ভূমিকায় থাকছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। বোলিং লাইনআপে থাকছেন প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।

শুধু প্রতিযোগিতায় ফর্মের নিরিখে নয়, পরিসংখ্যানের নিরিখেও কেকেআরের থেকে অনেকটা এগিটে সিএসকে। দুই দলের ২৫টি ম্যাচের মধ্যে ১৫টি জিতেছে চেন্নাই, ৯টি জিতেছে কলকাতা ও একটি অমীমাংসীত। তবে আজকের ম্যাচে সিএসকের বিরুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেকেআর। আরও একটি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Share this article
click me!