আজ আইপিএলে ডবল হেডার। প্রথম ম্যাচে ডেভিড ওয়ার্নার বনাম কেএল রাহুলের দ্বৈরথ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। পঞ্জাব কিংস তিনটি ম্যাচের মধ্যে একটি জিতলেও, এখনও আইপিএলে ২০২১-এ প্রথম জয় অধরা সানরাইজার্স হায়দরাবাদের। লাগাতের হারের জেরে বেশ চাপে রয়েছে নিজামের শহরের দল। অপরদিকে প্রথম ম্য়াচ জিতলেও, পরপর দুটি ম্যাচে হারতে হয়েছে পঞ্জাবকে। ফলে আজকের ম্য়াচে দুই দলের প্রথম একাদশেও হতে পারে একাধিক পরিবর্তন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
আজকে ম্যাচে পঞ্জাব কিংসে দলে হতে পারে জোড়া পরিবর্তন। জলজ স্যাক্সনার জায়গায় দলে ফিরতে পারেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। অপরদিকে রিলে মারডিথের জায়গায় দলে সুযোগ পেতে পারেন ফ্য়াবিয়ান অ্যালেন অথবা ক্রিস জর্ডান। আজকের ম্যাচে পঞ্জাব কিংসের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে পারেন মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেট রক্ষক), ক্রিস গেইল, নিকোলাস পুরাণ, দীপক হুডা, শাহরুখ খান। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন ঝাই রিচার্ডসন, ফ্যাবিয়ান অ্যালেন/ক্রিস জর্ডান। বোলিং লাইনআপে থাকছেন রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ শামি।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
পরপর তিনটি ম্যাচ হারলেও, আজকের ম্যাচে জয় পেতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের দলেও আজ হতে পারো জোড়া পরিবর্তন। বিরাট সিংয়ের জায়গায় আজ দলে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ কেদার যাদব ও খালিল আহমেদের জায়গায় দলে ফিরতে পারেন টি নটরাজন। আজ সানরাইজার্সের সম্ভাব্য একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে পারেন ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট রক্ষক), মণীশ পাণ্ডে, কেদার যাদব। অলরাউন্ডারের ভূমিকায় দলে থাকছেন অভিষেক শর্মা, আবদুল সামাদ, বিজয় শংকর। বোলিং লাইনআপে থাকছেন রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, মুজিবুর রহমান, টি নটরাজন।
দুই দলের তিন ম্য়াচের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা নিয়ে সমস্যায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে, বোলিং লাইনআপে ছন্দের অভাব রয়েছে পঞ্জাবের। কিন্তু আজকের ম্যাচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।