শারজায় মুখোমুখি কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

  • আজ আইপিএলে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস
  • শারজায় মুখোমুখি দীনেশ কার্তিক ও শ্রেয়স আইয়রের দল
  • টানা দুই ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী কেকেআর শিবির
  • অপরদিকে ম্যাচ জিততে মরিয়া শ্রেয়স আইয়রের দল
     

আজ আইপিএলের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। শারজায় মুখোমুখি হচ্ছে দুই দল। একদিকে প্রথম ম্য়াচ হারলেও, পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দীনেশ কার্তিকের দল। অপরদিকে, প্রথম দুটি ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে সানরাইজার্সের কাছে হারতে হয়েছে শ্রেয়স আইয়রের দলকে। শারজার ছোট মাঠে আরও একটি হাই স্কোরিং ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমিরা। 

কেকেআরের দলে আজ পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ কেকেআর টিম মেনেজমেন্ট। ওপেনিংয়ে থাকছেন শুভমান গিল, সুনীল নারিন। মিডল অর্ডারে থাকছেন নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান। লোয়ার মিডল অর্ডারে হার্ড হিটারের ভূমিকায় থাকছেন আন্দ্রে রাসেল। বোলিং বিভাগে থাকছেন প্যাট কামিন্স, শিবম মাভি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগোরকোটি। দিল্লির বিরুদ্ধে কঠিন ম্যাচ হলেও, জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর।

Latest Videos

অপরদিকে, দিল্লি ক্যাপিটালস আজ বেশ কিছু রদলদল হতে পারে। দলে জায়গা হততে পারে তারকা ব্য়াটসম্যান অজিঙ্কে রাহানে  ও কেমো পাল। এছাড়া মোটামুটি অপরিবর্তিত থাকছে দিল্লির দল। দলে থাকছেন, শিখর ধওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ, শেমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস। এছাড়াও বোলিং লাইনআপে রয়েছে অ্যাক্সর প্যাটেল, কেমো পাল, কাগিসো রাবাডা, অমিত মিশ্র। শেষ ম্যাচ হারলেও, কেকেআরের বিরুদ্ধে জিততে মরিয়া দিল্লি ক্যাপিটালস। 

দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে খুব একটা তফাৎ নেই। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২৪ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। যার মধ্যে ১৩ বার জিতেছে কেকেআর ও ১০ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। অমীমাংসিত রয়েছে একটি ম্যাচ। ফলে আজ আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। 

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today