আজ আইপিএলে ডেভিড ওয়ার্নার বনাম রোহিত শর্মা দ্বৈরথ, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

  • আজ আইপিএে সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
  • দুই দলই তাদের প্রথম ৪টি ম্যাচে ২টিতে জয় পেয়েছে
  • শারজার মাঠে জিততে মরিয়া দুই তারকা খোচিত দলই
  • আরও একটি হাইস্কোরিং ম্য়াচ দেখার অপেক্ষায় সকলে
     

আজ সুপার সানডেতে আইপিএলে ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শারজায় রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার দ্বৈরথ। দুই দলই তাদের প্রথম চারটি ম্যাচে দুটিতে জয় পেয়েছে। আজ জিতে গ্রুপ টেবিলে আরও উপরে উঠতে মরিয়া দুই দল। প্রাথমিকভাবে দুই দললেই কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে। টুর্নামেন্টে লাগাতার ব্যাটে রানের খরা থাকার কারণে আজ মুম্বই দে কুইন্টন ডিককের বদলে খেলতে পারেন ক্রিস ললিন এছাড়া সম্পূর্ণ দল অপরিবর্তিত থাকতে চলেছে। ব্যাটসম্যানদের তালিকায় থাকছেন অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণা পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহু  চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ
কুইন্টন ডিকক/ ক্রিস লিন
রোহিত শর্মা
সূর্যকুমার যাদব
ইশান কিষাণ
হার্দিক পান্ডিয়া
কায়রন পোলার্ড
ক্রুণাল পান্ডিয়া
জেমস প্যাটিনসন
রাহুল চাহার
ট্রেন্ট বোল্ট
জসপ্রীত বুমরা
 

Latest Videos

অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদ প্রথম দুটি ম্যাচ হারলেও, শেষ দুটি ম্যাচে জয় পেয়ে প্রতিযোগিতায় ফিরে এসেছে। আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে  ডেভিড ওয়ার্নারের দল। উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ সানরাইজার্স টিমম ম্য়ানেজমেন্ট। শুধু গত ম্যাচে বোলিং করার সময় পেশিতে টান লেগেছিল দলের সবথেকে গুরুত্বপূর্ণ পেসার ভুবনেশ্বর কুমার। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন সিদ্ধার্থ কল। এছাড়া পুরো দলল অপরিবর্তিত থাকছে হায়দরাবাদের। দের ব্যাটিং লাইন আপে থাকছেন, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, আবদুল সামাদ, অভিষেক শর্মা, প্রিয়ম গর্গ। বোললিংয়ে থাকছেন, রাশিদ খান, সিদ্ধার্থ কল, খালিল আহমেদ, টি নটরাজন।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ
ডেভিড ওয়ার্নার 
জনি বেয়ারস্টো
মণীশ পাণ্ডে
কেন উইলিয়ামসন
আবদুল সামাদ
অভিষেক শর্মা
প্রিয়ম গর্গ
রাশিদ খান
ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ ক
খালিল আহমেদ 
টি নটরাজন

দুদলের মুখোমখি সাক্ষাতের রেকর্ডও কিন্তু কোনও তফাৎ নেই। পুরো সমানে সমানো টক্কর। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দ। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৭ বার ও মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ৭ বার। তাই আজ শারজায় আরও একটি রুদ্ধশ্বাস হাইস্কোরিং গেম দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M