ফেলে রাখা ধান খেয়ে হাতির মস্তানি, দেখেও এগোনোর সাহস পেল না চাষীরা

Published : Jan 21, 2020, 07:19 PM IST
ফেলে রাখা ধান খেয়ে হাতির মস্তানি,  দেখেও এগোনোর সাহস পেল না চাষীরা

সংক্ষিপ্ত

খিদের জ্বালায় আরও মরিয়া হল দাঁতাল হাতি  গ্রামের কৃষকের মেলে রাখা ধান খেল দাপিয়ে  রাস্তা আটকে আধঘণ্টার বেশি সময় ধরে দাপাল হাতি  পরে নিজের মতো করে ফিরে গেল জঙ্গলের দিকে 

খিদের জ্বালায় আরও মরিয়া হল দাঁতাল হাতি ৷ দুপুরবেলা প্রকাশ্যে রাজ্য সড়কের ওপরে গ্রামের কৃষকের মেলে রাখা ধান খেল দাপিয়ে ৷ রাস্তা আটকে আধঘণ্টার বেশি সময় ধরে দাপিয়ে নিজের মতো করে ফিরে গেল জঙ্গলের দিকে ৷ গত দুদিন আগে স্থানীয় এক বাসিন্দাকে মেরে ফেলেছিল এই দাঁতাল ৷ তাই আতঙ্কিত গ্রামবাসীদের উদ্ধার করতে খুনে হাতিটিকে ঝাড়খণ্ডে পাঠানোর কাজে নেমেছে বনদফতর ৷ 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার বেলদা গ্রামে ৷ স্থানীয় বাসিন্দাদের কয়েকজন রোজকার মতো ধানের আগাছা মাড়ার জন্য রাজ্য সড়কের পিচ রাস্তার ওপরে মেলেছিলেন ৷ যাতে ওই রাস্তার ওপর দিয়ে যানবাহন গেলে আগাছা মাড়িয়ে ধানগুলি আলাদা হয়ে যায় ৷ সেই ধানের গন্ধ পেয়ে সেখানে হাজির হয়ে যায় এক দাঁতাল ৷ কয়েক কিলোমিটার দূরে জঙ্গল থাকলেও ধানের সন্ধানে সেখানে চলে আসে ৷ গ্রামবাসীদের চিৎকার ও বোমা ফাটানোর আওয়াজকে তোয়াক্কা না করেই সেই মেলে রাখা ধান খাওয়া শুরু করে ৷ 

রাস্তার ওপরে বিশাল দাঁতাল নিশ্চিন্তে ধান খাচ্ছে দেখে ওই পথের যানবাহন তাকে পাশ কাটিয়ে যাওয়ার সাহস পায়নি ৷ দূরে সরে দাঁড়িয়ে পড়েন সকলে ৷ আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ৷ কারণ দুদিন আগেই স্থানীয় এক বাসিন্দাকে খুন করেছিল দাঁতাল হাতিটি ৷ প্রায় আধঘন্টা ধরে ধান খেয়ে হাতিটি ধীরে ধীরে পাশের গ্রামের বাসিন্দাদের সব্জি বাগানে ঢুকে পড়ে ৷ কৃষকের মাচায় থাকা লাউ ছিঁড়ে খেতে থাকে হাতিটি ৷ গ্রামের কোনও ক্ষতি না করে ধীরে ধীরে এগোতে থাকে ৷ 

আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেয় বনদফতরে ৷ বনকর্মীরা হাতিটিকে তাড়িয়ে জঙ্গলের ভেতরে ঢোকায় ৷ হাতিটিকে দ্রুত এলাকা ছাড়া করে পাকাপাকি ভাবে ঝাড়খন্ডের জঙ্গলে পাঠানোর ব্যবস্থা শুরু করে বন দফতর ৷ সোমবার এই হাতিটিই স্থানীয় জামবনী রেঞ্জ অফিসে ঢুকে দাপিয়ে বেড়িয়েছিল ৷ পরে হুলাপার্টি দিয়ে তাড়ানো হয় ৷ এরপর মঙ্গলবার পাশের বেলদাতে রাস্তায় মেলে রাখা ধান খেয়ে নিল হাতি ৷

PREV
click me!

Recommended Stories

SIR-এ বাবার নাম ভুল! 'আতঙ্কে' হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূলের BLA-র
LIVE NEWS UPDATE: Messi in Kolkata - শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন 'এলএম১০', শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে