বাজাজ চেতকের পাল্টা টিভিএস ইলেক্ট্রিক স্কুটার, আত্মপ্রকাশ এই মাসেই

  • টিভিএস-এর নতুন বৈদ্যুতিক স্কুটারের আত্মপ্রকাশ ঘটবে সম্ভবত ২৫ শে জানুয়ারি
  • একটি টিজার ভিডিও প্রকাশ করেছে টিভিএস তাতে এমন ইঙ্গিত মিলেছে 
  • এর আগে  একমাত্র বাজাজের বৈদ্যুতিক স্কুটারই ছিল  এই দেশে
  • তাই মনে করা হচ্ছে বাজাজের প্রধান প্রতিপক্ষ হবে টিভিএস 


টিভিএস মোটর কোম্পানি  দেশের দ্বিতীয় কোম্পানি যারা সম্পূর্ণ বৈদ্যুতিক স্কুটার নিয়ে আসছে এই দেশে। ছোটো একটি টিজার ভিডিও তারা তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশ করেছে সদ্য। ছবিতে এভি দেওয়াল চার্জার দেখা যাচ্ছে আর ভালো করে লক্ষ করলে স্কুটারের একটি অস্পষ্ট আকারের আভাস রয়েছে। এই অস্পষ্ট ছবি কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে নতুন টিভিএস বৈদ্যুতিক স্কুটার আসছে বাজারে।  

এর আগে প্রথমবার বাজাজ অটো সম্পূর্ণ বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছিল বাজারে। ২৫ শে জানুয়ারি এই নতুন স্কুটারের চেহারা প্রকাশ্যে আসবে। আর ৩০ শে জানুয়ারি টিভিএস লঞ্চ করবে বিএস৬ আপাচে আর আর ৩১০। ভিডিওটি দেখে মনে হচ্ছে স্কুটারটির ডিজাইন টিপিক্যাল স্কুটারের মতোই, হয়তো অনেকাংশেই টিভিএস জুপিটার ১১০-এর মতো দেখতে হবে। তাহলে কি টিভিএস জুপিটারের বৈদ্যুতিক ভার্সান হবে এটি? হতেই পারে। তাহলে নিশ্চই নতুন বৈদ্যুতিক স্কুটারের পার্ট এবং বাকি কম্পোনেন্ট জুপিটারের অনুরূপই হবে। নাকি টিভিএস ক্রেয়ন-এর মতো দেখতে হবে যার প্রকাশ ঘটেছিল ২০১৮ সালের অটো এক্সপো-তে।  

Latest Videos

আরও বাকি যা বৈশিষ্ট্য আমাদের নজরে থাকবে তা হল- কানেক্টিভিটি, ফ্লাশ ফিটেড ইন্ডিকেটরস, স্টেপড সিট, অ্যালয় হুইলস, অপশনাল ডিস্ক ব্রেক ইত্যাদি। এই নতুন স্কুটারেরও নিশ্চই থাকবে টিউবলেস টায়ার, স্টোরেজ ব্যাগের জন্য হুকস।


আমাদের সব অনুসন্ধিৎসা, উৎকন্ঠা এবং প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই মাসের ২৫ তারিখে। তাই ব্যাটারি, মোটর, রেঞ্জ, চার্জিং-এর সময় এবং অন্যান্য বৈশিষ্ট্যসমূহ সব কিছু নিয়েই বিশদ তথ্য নেই হাতে এই মুহূর্তে। যদি টিভিওএস তাদের এই বৈদ্যুতিক স্কুটারের দাম এক লাখ টাকার মধ্যে রাখে তাহলে এর প্রধান প্রতিযোগী হবে বাজাজ চেতক এভি এবং অথার ৪৫০।

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo