ইঁদূরের কারসাজি, অগুন আর ধোঁয়াতে ত্রাহি ত্রাহি রব জেলা শাসকের দফতরে

  • আগুন আতঙ্ক ছড়াল জেলা শাসকের দফতরে
  • ইলেকট্রিক চেঞ্জিং বক্সে ইদুর ঢুকে যাওয়ায় বিপত্তি
  • শর্ট সার্কিট হওয়ায় বিকট শব্দে শোনা যায়
  • আগুন আতঙ্কে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল
     

Asianet News Bangla | Published : Aug 25, 2020 11:26 AM IST / Updated: Aug 25 2020, 06:49 PM IST

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর-আজবকাণ্ড ঘটল পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে। ইলেকট্রিক চেঞ্জিং বক্সে ইদুর ঢুকে বিপত্তি। তার জেরে শর্টসার্কিট হয়ে বিকট শব্দ শোনা যায় জেলাশাসকের দফতরে। ইলেকট্রিক চেঞ্জিং বক্সের ওই ঘরটি ধোঁয়ায় ভরে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

দমকল সূত্রে খবর, জেলাশাসকের দফতরে ইলেকট্রিক চেঞ্জিং বক্সে ইদুর ঢুকে যাওয়ার কারনে সমস্যা দেখা দেয়। বিকট শব্দ হওয়ার কারনে সরকারি দফতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই জায়গা ধোঁয়ায় ভরে গেরে অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার করেন দফতরের কর্মীরা। দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ঘটনার সময় গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল জেলাশাসকের দফতরে। আচমকা অন্ধকার হয়ে যায় জেলাশাসকের দফতর। আগুন আতঙ্কে সাময়িকভাবে বৈঠক স্থগিত রাখা হয়। ঘটনার জেরে জেলাশাসক পার্থ ঘোষ গোটা বিষয়টি খতিয়ে দেখেন। পরিস্থিতি খতিয়ে জেলাশাসককে আসস্ত করেন ডিভিশনাল ফায়ার অফিসার।


 

Share this article
click me!