পেঁপের মধ্য়ে আরও একটি পেঁপের সন্ধান। এমনি এমনই এক বিরল দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের দনীপুরে। এলাকার এক গৃহস্থের বাড়ির দেখা গিয়েছে এই পেঁপে গাছ। দনীপুরের বাসিন্দা নির্মল বৈতালিক জানান, পেঁপে রান্না করার জন্য যখন কাটা হচ্ছিলো সেই সময় দেখা যায় পেঁপের মধ্যে কোনও বীজ নেই।
বরং সেই পেঁপের ভেতরে আর একটি পেঁপে রয়েছে। কৌতূহলবশত সেই পেঁপেটি ছুরি দিয়ে কাটা হলে দেখা যায় তার মধ্যে আবার একটি ছোট্ট সাইজের পেঁপে রয়েছে। বাড়ির লোকজন কৌতুহল হয়ে গাছ থেকে আবার একটি পেঁপে পেড়ে এনে কেটে দেখে সেই একই দৃশ্য। বিরল দৃশ্য হলেও কৃষি আধিকারিক কাজলকৃষ্ণ বর্মন জানান এই ধরনের ঘটনা দেখা যায় মূলত জিনের পরিবর্তনের কারণে।
এই জিনের পরিবর্তনের কারণ হিসেবে সূর্যের অতি বেগুনি রশ্মিকে দায়ী করেন তিনি। তিনি বলেন, যখন ওজন স্তর ভেদ করে এই বেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছয়,তখন তার প্রভাব উদ্ভিদের ওপর পড়ে। সেই কারণেই কিছু কিছু ফলের জিনের পরিবর্তন লক্ষ্য করা যায়।